ফ্রীতে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন নতুন ওয়েবসাইট দিয়ে।

ফ্রীতে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন || How to apply for birth certificate online

বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিনের মত আর কিছু জানা অজানা কিছু তথ্য নিয়ে হাজির হলাল। কিভাবে আপনারা বাসায় বসে কোন ফ্রি ছাড়া জন্ম নিবন্ধন করতে পারেন সেই সম্পর্কে আজকে আমার এই পোস্ট টি সবাই মনযোগ সহকারে আমার এই পোস্ট পড়বেন আসা করি অনেক উপকার হবে। জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তির মধ্যে পড়েন নাই এমন মানুষ পাওয়া খুবই কম।

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, ইউনিয়ন পরিষদ হতে জন্ম-নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে অতীতে ঘটে যাওয়া অনিয়ম ও দূর্নীতি সম্পর্কে । অতীতে, প্রতিটি জন্ম নিবন্ধন সনদের জন্য সাধারণ মানুষের নিকট থেকে অন্যায় ও অবৈধভাবে চার্জ করা হতো ক্ষেত্র বিশেষে ৩০০টাকা ,৫০০টাকা, ১০০০ টাকা,১৫০০ টাকা, এমন কি ২০০০ টাকা পর্যন্ত আদায় করা হত । যেটি ছিল সম্পূর্ণ অবৈধ, অনিয়মতান্ত্রিক,দূর্নীতি এবং অন্যায়।

আমি সম্পূর্ণরুপে সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে,
সরকারী নীতিমালার বাহিরে ইউনিয়ন পরিষদে কেউ কোন টাকা প্রদান করিবেন না।
নিবন্ধন করতে কোন দালালের সাহায্য নিবেন না।
অনলাইনে আবেদন করে জন্ম নিবন্ধন করা যায়।
নিজের জন্ম নিবন্ধন নিজে ইউনিয়ন পরিষদে এসে করবেন।
আপনাদের সুবিধার্থে জন্ম-নিবন্ধন সংশ্লিষ্ট সরকারী ফি প্রদানের সুস্পষ্ট কিছু তথ্যযুক্ত করছিঃ

০-৪৫ দিনের শিশুর জন্য (জন্ম নিবন্ধন ফি সম্পূর্ণ ফ্রী)৪৫ দিন থেকে ০৫ বছর এর জন্য সরকারী ফি মাত্র ২৫ টাকা
৫ বছরের অধিক ব্যক্তির জন্য সরকারী ফি মাত্র ৫০ টাকা।
উপজেলা প্রশাসন কর্তৃক ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফি, প্রতি জন্ম নিবন্ধনে ৫০ টাকা
সরকার কর্তৃক নির্ধারিত ফিস এবং উপজেলা পরিষদ কর্তৃক উদ্যোক্তাদের ধার্যকৃত ফিশের রশিদ অবশ্যই গ্রহণ করবেন।

জন্ম সনদ হলো একজন মানুষের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণক । রাষ্ট্রের স্বীকৃত নাগরিকের মর্যাদা ও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে হলে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ ও প্রদর্শন করা বাধ্যতামূলক । জেনে নিন কোন কোন কাজে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়-

>> পাসপোর্ট ইস্যু>> বিবাহ নিবন্ধন>> শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি>> সরকারি-বেসরকারি বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান>> ড্রাইভিং লাইসেন্স ইস্যু>> ভোটার তালিকা প্রণয়ন>> জমি রেজিষ্ট্রেশন>> ব্যাংক হিসাব খোলা>> আমদানি ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি>> গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি>> ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি>> ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি>> বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি>> গাড়ির রেজিষ্ট্রেশন>> ট্রেড লাইসেন্স প্রাপ্তি >> বাল্য বিবাহ প্রতিরোধ>> শিশু শ্রম প্রতিরোধ ও>> জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি ইত্যাদি।
তাহলে দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন জন্য আবেদন করবেন
জন্ম নিবন্ধনের আবেদনের জন্য তাদের ওয়েবসাইট সাইটে প্রবেশ করতে হবে। আমি এখানে কিছু লিংক দিয়ে দিচ্ছি সবাই এখান থেকে সাইটে প্রবেশ করে নিন অথবা গুগল সার্জ করে প্রবেশ করতে পারেন। লিংক👉bdris.gov.bd

ওয়েবসাইটে প্রবেশ করার পর এই রকম আসবে তারপর পরবর্তী ধাপ যান

এখানে যার জন্ম নিবন্ধন করবেন তার নাম সটিক ভাবে দিন আর পিতা মাতার নাম এনআইডি কার্ড অনুযায়ী দিন।


বয়স দেওয়ার সাথে সাথে এখানে একটা ওয়ারিং দিব যে যার জন্ম নিবন্ধন করবেন তার তার বয়স সটিক প্রমানের জন্য মেডিকেল অফিসার বা কাউন্সিল কাছ থেকে বয়স সত্যায়িত করে নিবেন।

পরবর্তী ধাপ অনুসরণ করুন


এখানে সব কিছু ভাল করে দেখে বুঝে এনআইডি সটিক তথ্য অনুসারে সব কিছু দিন।

তারপর এখানে পরবর্তী ধাপ অনুসরণ করুন


এখানে দেখুন যার জন্য জন্ম নিবন্ধন করবেন তার বয়স যদি ১৮ না হয় তার অভিভাবক অন্যান্য দিবেন।

এখানে যার জন্ম নিবন্ধন করবেন তার কাউন্সিল কতৃক বা মেডিকেল অফিসার দ্বারা বয়স সত্যায়িত কপি আপলোড করে দিন আর সাথে তার পিতা মাতার এন আইডি কার্ড কপি।

এখান থেকে সব কিছু ফাইল আপলোড করে দিন।

এখানে যার জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করছেন ৫-১০ মিনিট ভাল করে দেখে নিন যাতে এখানে কোন ভুল না হয়। সব কিছু দেখার পর সাবমিট ক্লিক দিন।

এখানে দেখুন আমাদের আবেদন সফলভাবে কম্পিট হয়েছে। এখান থেকে একটা স্কীনসট নিয়ে রাখুন যাতে একটা কপি প্রিন্ট করে ইউনিয়ন পরিষদের জমা দেওয়ার জন্য। তার পর নিদিষ্ট পরিমান ফ্রি অসিসে জমা দিয়ে দিন।

এখানে দেখুন আমার জন্ম নিবন্ধন আমি ৩দিনের মধ্যে হাতে পেয়ে যাই।

বি দ্রঃ নিজে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করলে ভুল হওয়ার সম্ভবনা ৯৯% কমে যাই। মন চাইলে আমার ওয়েবসাইট টি একবার গুরে আসবেন।
লিংকঃ Technicalalim.com

ধন্যবাদ সবাইকে কস্ট করে সম্পুর্ন পোস্টে থাকার জন্য।

The post ফ্রীতে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন নতুন ওয়েবসাইট দিয়ে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/4KaIOsZ
Post a Comment (0)
Previous Post Next Post