আর কষ্ট করে টাইপিং করে লেখা হারাবে না!

কষ্ট করে টাইপিং করে লিখেন। কিন্তু সেই লেখা ভুলবশত হারিয়ে যায়! এখন থেকে আর লেখা হারাবে না! তাই কোন চিন্তা নাই। টিউটোরিয়ালটা অনুসরণ করলে আপনিও আর লেখা হারাবেন না


যা করতে হবেঃ
প্রথমত Play Store থেকে iA writerনামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটার সাইজ খুবই কম তাই চিন্তা করার কিছুই নাই।




প্রথমে অ্যাপটা খুললে নিচের মত আসবে। এখানে অ্যাপটা ব্যবহার করতে হবে তা বর্ণনা করা হয়েছে।


তারপর ২ বার Back button এ ক্লিক করলে অ্যাপের হোমপেজে যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। (i)Device (Private), (ii)Dropbox, (iii)Google Drive & (iv)Online Collaboration.

  • Device (Private): এখান থেকে নতুন পুরাতন সকল লেখা সংগ্রহ করা যাবে।
  • Dropbox: এটি ব্যবহার করে Dropbox এর মাধ্যমে কাজ করা যাবে।
  • Google Drive: এর মাধ্যমে Google Drive এর কাজ করা যাবে।
  • Online Collaboration: এটি দিয়ে অনলাইনে কোড ইডিট+রান করা যাবে।

তো আমাদের (i)Device (Private) এ ক্লিক করতে হবে।


+ আইকনে এ ক্লিক করতে হবে।


নতুন পেজে কিছু লিখতে হবে। তারপর উপরে অনেকগুলো আইকন অপশন রয়েছে।

  • Search: এটা দিয়ে লেখা সহজে খুঁজে বের করতে পারবেন।
  • Add new: এটার মাধ্যমে নতুন পেজে নতুন করে লিখতে পারবেন।
  • Text into other type code & type: লেখাটা অন্য মাধ্যমের জন্য পরিণত করতে। উদাহরণস্বরূপ Collaborate Online, Export into Plain Text, Export into HTML, Export to Microsoft Word.


    উপরের ডান কোণা থেকে ৩ ডটে ক্লিক করলে ৪ টি অপশন রয়েছে। এগুলো নিজেরাই বুঝবেন।


    Night Mode এবং Focus Mode অপশন একসাথে মিলে নিচের মত দেখাবে।


    Word Count অপশন ব্যবহার করলে এ নিচের মত আসবে।


    Preview অপশন ব্যবহার করলে এই অপশনগুলো পাবেন। যেগুলোর মাধ্যমে লেখা সুন্দর করা যাবে।


    সবশেষে Settings অপশনের ফিচারগুলো রয়েছে।

  • আর এই অ্যাপের সবচেয়ে বড় বিষয় হলো লেখা থেকে ভুলবশত Back Button এ চাপ পড়ে অথবা অন্য কোনভাবে বের হয়ে গেলেও লেখা হারাবে না।


  • from Trickbd.com https://ift.tt/2xAY5ZM
Post a Comment (0)
Previous Post Next Post