2G মোবাইলে সিম ছাড়া 3G নেটওয়ার্ক!

🔔যেভাবে 2G মোবাইলে সিম ছাড়া 3G/4G নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এটি কাজ করে ব্রডব্যান্ডের মাধ্যমে। তাই অবিশ্বাস হলেও সত্যি!


🔔যা যা প্রয়োজনঃ

  • একটি অ্যান্ড্রয়েড মোবাইল। যাতে সিম রয়েছে এবং 3G/4G.




  • আরেকটি অ্যান্ড্রয়েড মোবাইল। যাতে সিম নেই এবং 2G.




🔔যা করতে হবেঃ


প্রথমে সিমসহ মোবাইলের Settings এ যেতে হবে।


More networks এ যেতে হবে।


Tethering and portable hotspot চাপতে হবে।


Portable Wi-Fi hotspot চাপতে হবে।


উপরের ডান কোণা থেকে Portable Wi-Fi hotspot On করে দিতে হবে।


On হলে উপরে বাম কোণায় চিহ্নটা আসবে।


প্রথমে Mobile Data On করে নিতে হবে।
তারপর Wi-fi Name টা এবং Password টা মনে রাখতে হবে।

বি.দ্রঃ সকল মোবাইলে Password এক হয় না।



এবার সিম ছাড়া মোবাইলের Wi-Fi টা চালু করতে হবে। এবং ২-৩ সেকেন্ড চেপে রেখে Wi-Fi পেইজ খুলতে হবে।


এবার সিমসহ মোবাইলের Wi-fi Name টা দেখাচ্ছে। এতে ক্লিক করতে হবে।


সিমসহ মোবাইলের ঐ Password দিয়ে Connect এ ক্লিক করতে হবে।


দেখা যাচ্ছে, Obtaining IP address হয়ে Connecting… হচ্ছে।


ওয়াও! Connected!


মারাত্মক!😱 স্পিড ৬৫ এমবিপিএস!


🔔কার্যকর কিনা এর প্রমাণঃ
দেখা যাচ্ছে, ৬৫ এমবিপিএস স্পিডে 2G মোবাইলে সিমছাড়া ব্রাউজিং হচ্ছে।






🔔কিভাবে কাজ করেঃ
একটি মোবাইলের ডাটা অন্য একটি মোবাইলে শেয়ার করে। যে মাধ্যমে শেয়ার করে সেটি হলো ওয়াই-ফাই।
এজন্য ওয়াই-ফাই পাসওয়ার্ড দিয়ে ঐ নেটওয়ার্কে কান্নেক্ট হতে হয়। ফলে কান্নেক্টকারী মোবাইলটি ঐ মোবাইলের শেয়ার করা ডাটা উপভোগ করতে পারে। এর মাধ্যমে কয়েকজন একসাথে মিলে নেটওয়ার্ক পরিচালনা করা যায়।
আর এভাবে কাজটি ব্রডব্যান্ডের আওতায় পড়ে। ফলে স্পিডের ব্যান্ডউইথ বেশি পাওয়া যায়।



from Trickbd.com https://ift.tt/2QDc5L0
Post a Comment (0)
Previous Post Next Post