মোবাইলের চার্জ থাকেনা ? মোবাইলের একটি Setting এর মাধ্যমে মোবাইলের চার্জকে ১০% বেশি সেভ করুন

আসসালামু আলাইকুম বন্ধুরা, আসাকরি সবাই ভালো আছেন। বন্ধুরা মোবাইল এখন আমাদের জিবনের একটি অংশ হয়ে গেছে।আর মোবাইলের কথা বললে আমাদের মাথায় প্রথমে আসে এন্ড্রোয়েডের কথা। এন্ড্রোয়েড মোবাইল আমাদের জিবনকে পালটে দিয়েছে। কিন্তু এন্ড্রোয়েড সম্পর্কে একটি বড় অভিযোগ হচ্ছে এতে চার্জ বেশিক্ষন থাকে না। এর আগে আপনারা মোবাইলের চার্জ বাঁচানোর জন্য অনেক এপ ব্যবহার করেছেন। কিন্তু সত্যি বলতে থার্ডপার্টি এপ দিয়ে এন্ড্রোয়েডের চার্জ বাচানো যায় না। উল্টো মোবাইলের চার্জ বেশি যায়। তাই ব্ন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এন্ড্রোয়েডের এমন একটি অপসন দেখাব যার মাধমে আপনি আপনার মোবাইলের চার্জ আগের থেকে ১০% বেশি থাকবে। ত বন্ধুরা অনেক বকবক করলাম। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আর আমি আগেই বলে রাখছি এই অপসনের কথা হয়ত অনেকে জানেন। আর যারা জানেন না তাদের জন্য আজকের পোস্ট….

১. প্রথমে মোবাইলের setting এ যাবেন। তারপর নিচের দিকে ড্রাগ করবেন। তারপর About Phone অপসন পাবেন। এখানে ক্লিক করুন…

trickbd

২. তারপর Build Number নামে আরেকটি অপসন পাবেন ঐটাতে ৭ থেকে ৮ বার ক্লিক করুন। তারপর দেখবেন একটি লেখা Show করেছে (now you are a developer)। তারপর back করুন…

trickbd.com

৩. তারপর Developer Options নামে একটি নতুন অপসন দেখতে পাবেন। অনেকের মোবাইলে আগের থেকেই থাকে। যার এই অপসনটি আগের থেকেই আছে তাদের আগের process টি করার দরকার নেই। তারপর Developer Options এ ক্লিক করুন….

Developer options

৪. তারপর ড্রাগ করে নিচের দিকে চলে যান..

trickbd.com

৫. তারপর Background process limit নামে একটি অপসন পবেন। ঐটাতে ক্লিক করুন…

trickbd.com

৬. তারপর No background prosses এ ক্লিক করুন।

trickbd.com

এখন থেকে আপনি কোনো এপ থেকে বের হলে সেটা আর background এ চলবে না। যার ফলে আপনার মোবাইলের চার্জ এখন থেকে আগের চেয়ে ১০% বেশি টিকবে।

বন্ধুরা আজ আর নয়। যদি পোস্টটি ভালো লাগে তাহলে দয়াকরে একটি like দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন। আল্লাহ্ হাফেজ..



from Trickbd.com https://ift.tt/2QCnlaF
Post a Comment (0)
Previous Post Next Post