গত পোস্ট এ আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনার পিসি কে localhost হিসেবে ব্যবহার করে নিজের website কে নিজের পিসি তেই host করবেন।যারা পোস্ট টি দেখেন নি তারা নিচের লিংক থেকে পোস্ট টি দেখে নিবেন।
পোস্ট লিংক : previous post
Localhost এ ওয়ার্ডপ্রেস এর কাজ করার সময় আমাদের website এ নানা ধরনের ফাইল upload করতে হয়।কিন্তু অনেক সময় এই ফাইল গুলোর সাইজ অনেক বড় হয় আর ওয়ার্ডপ্রেস এর নির্দিষ্ট upload লিমিট এর বাহিরে চলে যায়। ফলে ফাইল টি আর upload হয় না তাই আজকে দেখাবো কিভাবে localhost এ ওয়ার্ডপ্রেস এর upload limit বাড়ানো যায়। তাহলে চলুন শুরু করা যাক :
Let’s Go
ওয়ার্ডপ্রেস এর upload limit বাড়ানোর জন্য প্রথমে আপনাকে upload limit কত দেওয়া আছে তা জানতে হবে।সেইটা জানার জন্য ওয়ার্ডপ্রেস এ আপনার ড্যাশবোর্ড এ যান। তারপর media থেকে add new এ ক্লিক করুন।
তাহলে উপরের screenshot এর মত আপনার maximum file upload size দেখতে পারবেন।screenshot এ দেখুন আমার maximum upload size দেওয়া আছে ২০ এমবি।এটাই আমরা এখন বাড়াবো।
প্রথমে Xampp সফটওয়্যার টিতে চলে যান। তারপর Apache এর admin এত পাশের config এ ক্লিক করুন।
তারপর দেখবেন নিচের screenshot এর মত করে লেখা আছে PHP (php.ini)
PHP (php.ini) তে ক্লিক করুন। তাহলে নিচের মতো notepad ওপেন হবে।
তারপর CTRL+F এ ক্লিক করুন।তাহলে সার্চ বার আসবে।এখন সার্চ বারে লিখুন post_max_size এবং find next এ ক্লিক করুন।
তাহলে নিচের মতো highlight করা লেখা দেখতে পাবেন।
এখানে লেখা আছে post_max_size=20M
এখানে শুধু 20M এর জায়গায় আপনি upload limit যত করতে চান তত বসিয়ে দিন।
যেমন আমি এখানে দিলাম 100M
তারপর আবার upload_max_filesize লিখে সার্চ করুন। তাহলে নিচের মত highlight করা লেখা দেখতে পাবেন।
এখানে লেখা আছে upload_max_filesize=20M
আপনি একই ভাবে 20M এর জায়গায় একই সংখ্যা বসিয়ে দিবেন।যেমন আমি দিলাম 100M
এখন শুধু file এ ক্লিক করে save এ ক্লিক করুন।
কিন্তু এখনই কাজ শেষ হয় নি।এখন শুধু Xampp software এর Apache ও MySQL এর action টা Stop করে আবার start করুন। তাহলেই কাজ শেষ।এখন যদি আপনি আবার ব্রাওজার এ গিয়ে refresh করেন তাহলে দেখবেন যে আপনার maximum upload size আপনার দেওয়া সংখ্যা হয়ে গেছে।নিচের screenshot এ দেখুন আমার maximum upload size 100 mb হয়ে গেছে।
এই ছিলো আজকের পোস্ট আশা করি ভাল লেগেছে।কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন।আর পোস্ট সর্ম্পকে কোনো মন্তব্য থাকলে সেটাও জানাবেন।
আর প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
GOOD BYE
from Trickbd.com https://ift.tt/2Qz9tNP