আলোচনা/সমালোচনা:
অনেকদিন পর ট্রিকবিডির জন্য লিখতে বসলাম।
খুবই সিম্পল একটি টপিক নিয়ে হবে আজকের এই আলোচনা।
টাইটেল দেখেই পোষ্টের বিষয়বস্তু বুঝে নেয়ার কথা এক্সপার্টদের।
তবুও বলছি,
আজকের পোষ্ট হবে ওয়েব পেইজের/সাইটের কন্টেন্ট গ্রাব (Grab) নিয়ে।
এখন স্বভাবতই সবার মনে একটি প্রশ্নের উদয় হতে পারে।
Grab কি?
ডিকশনারির ভাষায় Grab হলো-দখল করা,খপ করে ধরা,আটকে ধরা,অধিগ্রহণ করা,খাবলিয়ে নেওয়া।
আজকের টপিকের Grab ও ঠিক তেমনই।
এই Grab এর অর্থ ও হবে দখল করা/খাবলিয়ে নেওয়া।
কোনো সাইটের ভেতরে যা কিছু আছে সবকিছু খাবলিয়ে খাবলিয়ে বের করে দখলে নেবো।।
কিভাবে?
তা ব্যাখ্যা করার আগে পিসি ইউজারদের সাথে একটু আলোচনা করে নিই।
পিসি ইউজ করেন অথচ Download Manager ইউজ করেননা,এরকম কেউ কি আছেন?
থাকলে কমেন্ট এ সাড়া দিয়ে যাবেন।
আপনার মত অভাগা আর কেউ থাকবেনা।
জলদি IDM অথবা Ant Download Manager ডাউনলোড করে নিন।
আর যারা ইউজ করেন,তারা মনোযোগ দিন এদিকে।
আপনারা যখন কোনো স্ট্রিমিং সাইটে যান তখন ভিডিও প্লে করলে সরাসরি ভিডিওর পাশে ডাউনলোড করার অপশন চলে আসে।
যদি সাইটে ঐ কন্টেন্ট ডাউনলোড করার কোনো অপশন না থাকে,তবুও।
উদাহরণ হিসেবে YouTube এর কথা উল্লেখ করা যায়।
এটা আসলে কিভাবে ঘটে?
আমার মতে,ঐ পেইজের সব কন্টেন্ট Download Manager এনালাইস করে।
তারপর প্রোগ্রামে সেট করে দেয়া ফাইল টাইপ অনুযায়ী নির্দিষ্ট ফাইলটিকে Catch করে।
এবং ডাউনলোড করার জন্য কোনো অপশন সাইটে না থাকা সত্ত্বেও নিজেই তৈরি করে নেয়।
এতটুকুতেই হয়তো Grab সম্পর্কে বুঝে গেছেন।
মূলত এটাই Grab.
আমার সাধাসিধে ভাষায়-
একটি ওয়েব পেইজে যেসব মিডিয়া কন্টেন্ট (Media Content) আছে,সেসব খুঁজে বের করে নিজের দখলে নিয়ে ইচ্ছেমত বিতরণ করা”ই হলো Grab.
এবার আপনি নিজেই নিজেরমত করে সংজ্ঞা বানিয়ে নিন।
মূল আলোচনায় আসার আগে আরেকটা সহজ উদাহরণ দিয়ে যাই।
গুগলসার্চ করলে অনেকসময় এরকম অনেক ওয়েবসাইট পাওয়া যায়,
যেখানে ট্রিকবিডির পোষ্টগুলো হুবহু কপি করে।
কোনো ইডিট করা ছাড়াই।
এমনকি ইউজার একাউন্ট সহ।
এই সাইটগুলোকে আপনি কি সাইট বলবেন……..??
আমি অবশ্য বলবো Grab সাইট।
আসলেই এগুলোকে Grab সাইট বলে।
এগুলো বিভিন্ন সোর্স থেকে কন্টেন্ট কালেক্ট করে আবার নিজেই সার্ভ করে।
এবার আশা করি Grab এর মত নগণ্য বিষয়টির সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে পেরেছি।
তাহলে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক।
মূল কার্যক্রম:
পোষ্টে এরকম বিস্তারিত আলোচনা অনেকেরই ভালো না লাগতে পারে।
তাই পার্ট করে দিই।
(অবশ্য একই পোষ্টে একাধিক পার্ট)
যার যে পার্ট দরকার,সে সেই পার্ট দেখুক।
অহেতুক সময় নষ্ট করার দরকার নেই।
প্রথমেই এই লিংক থেকে IDM+ ডাউনলোড করে নিন।
আগে থেকে ইন্সটল করা থাকলে দরকার নেই।
এবার আপনাকে টার্গেট খুঁজতে হবে।
টার্গেট হলো কোন সাইট থেকে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন,সেই সাইটটি।
আমি এখানে Bioscope কে টার্গেট করলাম।
কারণ,
এই সাইটে স্পিড ভালো (প্রায় স্ট্রিমিং সাইটেই স্পিড ভালো থাকে),বাংলা কন্টেন্টগুলো পাওয়া যায়,আর অনেকেই এই সাইট থেকে ডাউনলোডের উপায় খুঁজে গ্রুপে পোষ্ট করেন।
এই সাইটে সবকিছু সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে।
শুধু ডাউনলোড করার অপশন টি নেই।
যাইহোক,
এখন থেকে Grabber ইউজ করে ডাউনলোড করতে পারবেন।
(শুধু এই সাইট ই না,প্রায় সকল সাইট থেকেই ডাউনলোড করতে পারবেন।)
যেভাবে করবেনঃ-
নিচের নির্দেশনাগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন।
- প্রথমেই আপনাকে টার্গেট সাইটে/পেইজে যেতে হবে।
এর জন্য তিনটি পদ্ধতি আছে।
- IDM+ এ গিয়ে উপরের বামপাশের 3-Dot বাটনে ক্লিক করে Grabber সিলেক্ট করে যে বক্সটি শো করবে,সেই বক্সে যেই পেইজ থেকে ফাইলটি ডাউনলোড করতে চান সেই পেইজের লিংক দিয়ে Grab এ ক্লিক করতে হবে।
- IDM+ এর মেইন মেন্যুর উপরের ডান কর্ণারে Globe (পৃথিবীর আকৃতি) দেখতে পাবেন।সেটি ক্লিক করলে IDM ব্রাউজার ওপেন হবে।এবার সরাসরি সাইটে ব্রাউজ করে পছন্দমত ফাইল ডাউনলোডের জন্য Grabber বাটন ব্যবহার করুন।
- হোম পেইজে স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করলে যে মেন্যু আসবে সেখানেও Grab এর অপশন রয়েছে।
যদি আপনার কাছে সরাসরি যে পেইজে ফাইলটি আছে,সেই পেইজের লিংক থাকে,তাহলে (1) নং অপশন হবে সর্বোৎকৃষ্ট।
আর যদি বাছাই করে ডাউনলোড করতে চান,তাহলে (2)/(3) নং অপশনটি আপনার জন্য।
আবার এই দুই অপশনের জন্য Grab এর ফাংশন ও আলাদা।
(1) নং এর জন্য-
- লিংক পেস্ট করে Grab এ ক্লিক করার পর নিচের চিত্রের মত পেইজ আসবে।
ওখানে All Files এ ক্লিক করে সব ফাইল একসাথে অথবা যে ধরণের ফাইল খুঁজছেন,সেধরনের ফাইলের জন্য নির্দিষ্ট ফাইল ফরম্যাট সিলেক্ট করে নিচের Grab বাটনে ক্লিক করুন।
বাক্যটা একটু জটিল হয়ে নাকি?
আমি বুঝাতে চেয়েছি অডিও খুঁজলে Audio আর ভিডিও,ছবি যা খুঁজছেন তার জন্য সেটি সিলেক্ট করুন।
এবার সবগুলো ফাইল লোড হবে।
এখন খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত ফাইল।
Preview দেখার জন্য Eye (চোখ) বাটনে ক্লিক করুন।
এবার দেখে দেখে সিলেক্ট করুন আর ডাউনলোড বাটন টিপে ডাউনলোড করুন।
এবার আসি,
(2,3) নং এর জন্য-
- এটি অবশ্য অনেক সহজ।(আমার মতে)
যে পেইজ থেকে ডাউনলোড করতে চান সেই পেইজে যান।
কিছুক্ষণ লোড হওয়ার জন্য সময় দিন।
উপরে ডান কোণায় ডাউনলোড বাটন লাল হয়ে ফাইল কাউন্ট করবে।
ওটাতে ক্লিক করুন এবং ফাইলের সাইজ দেখে বেছে বেছে ডাউনলোড করুন।
একদম সিম্পল।
অবশ্য ডাউনলোড মেন্যু থেকে আবার ফাইলের ডানপাশে থাকা 3-Dot বাটনে ক্লিক করলে
Stream,
Preview,
Download,
Remove Link,
Copy Download Link
এই অপশনগুলো পাবেন।এগুলো সম্পর্কে তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
না বুঝলে নিজেই এই অপশনগুলো যাচাই করুন।
আর ইনজয় করুন।
এরপরেও না বুঝে থাকলে নিচে দেয়া ভিডিওটি দেখতে পারেন।
ভিডিও টি তৈরি করেছেন DX Sohel ভাই।
এবং সহায়তা করেছেন MD Mizan ভাই।
ফ্রি ব্যাসিক দিয়ে ব্রাউজ করলে ভিডিওটি দেখা যাবেনা।
বিশেষ দ্রষ্টব্যঃ
এই সিস্টেম ইউটিউবে কাজ করবেনা।
কারণ,ইউটিউব Grabber সাপোর্ট করেনা।
যেসব এপ ইউটিউব থেকে ডাউনলোডের সিস্টেম করেছে,সেগুলোকে গুগল প্লে-স্টোর থেকে ব্যান করেছে।
তাই Play Store এ থাকার জন্য গুগলের রুলস মেনে চলতে হয়।
IDM ও তাই করেছে।
সম্ভব হলে প্লে-স্টোর থেকে কিনে চালাবেন।
দাম মাত্র 2.7 ডলারের মত।
ও হ্যাঁ,
আগেও বলেছি,এই সিস্টেমে প্রায় সকল ওয়েবসাইট থেকেই ডাউনলোড অপশন না থাকলেও ফাইল ডাউনলোড করতে পারবেন।
কিন্তু লেটেস্ট DRM প্রটেকশন থাকলে পারবেন না।
DRM প্রটেকশন নিয়মিত আপডেট হয়।
তাই কোনো সাইট থেকে যদি ডাউনলোড করা না যায়,তাহলে বুঝতে হবে যে এই সাইটে Latest DRM Protection ইউজ করছে।
তাই ডাউনলোড করার আশা বাদ দিয়ে এপ এর পরবর্তী ভার্সনের অপেক্ষা করুন।
নেক্সট আপডেটে হয়তো ঐ লেভেলের DRM প্রটেকশন ও ব্রেক করতে পারে।
So,
Let’s Enjoy…………….
দৃষ্টি আকর্ষণঃ
বরাবরের মত আবারও বলছি,
আমার লিখা কপি করার চিন্তাও করবেন না।
সুস্থ্য মস্তিকের মানুষ হলে,
আশা করি মনে রাখবেন কথাটা।
আর একান্তই যদি কোনো প্রয়োজন হয়,তবে ফেইসবুকে নক করতে পারেন।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।
“ধন্যবাদ”
from Trickbd.com https://ift.tt/2L17rEj