MI/XIAOMI ফোনে ফন্ট পরিবর্তন করুন (রুট ছাড়া)

সবাইকে সালাম,,
আমি আজকে নতুন একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি।
বর্তমান সময়ে MI বা xiaomi ফোন ব্যাবহার করে প্রায় মোবাইল প্রেমিক ভাই-বোনেরা।আমি আজকে দেখাবো কিভাবে এই MI ফোনে কাস্টম ফন্ট সেট করবেন। তু চলুন শুরু করি

কাজ:-

আপনি যদি আপনার ফোনের ফন্ট পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নিচে দেওয়া লিংক থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে
লিংক:- MI CUSTOM ডাউনলোড করার পর,ফন্ট ফাইল ডাউনলোড করতে হবে।ফন্ট ডাউনলোডের জন্য ভালো একটি লিংক দিচ্ছি:- font
এরপর ডাউনলোড করা অ্যাপসটি ওপেন করবেন। তারপর স্কিনসট অনুযায়ী কাজ করবেন


ডাউনলোড করা ফন্ট গুলো টিক মার্ক দিন

তারপর ইনস্টল এ ক্লিক করার পর আপনার কাস্টম ফন্ট রেডি।


এখান থেকে যেকোন ফন্টে apply করে ফোন রিভুট দিলে ফন্ট পরিবর্তন হয়ে যাবে।
আশা করি টিক মত কাজ করতে পরবেন। না বুঝলে কমেন্ট করবেন।যারা জানেন তাদের জন্য আমার পোস্ট না।ধন্যবাদ,ভালো থাকবেন

from Trickbd.com http://bit.ly/2Lu6RPL
Post a Comment (0)
Previous Post Next Post