গুগল অ্যাডভান্স সার্চ টেকনিক (পর্ব-১)

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ গুগল অ্যাডভান্স সার্চ টেকনিক (পর্ব-১)

গুগল এ কম বেশি আমরা সবাই সার্চ করেছি এবং করি কিন্তু আমাদের মধ্যে ঠিক কত জন জানি যে, গুগল অ্যাডভান্স অনেক সার্চ টেকনিক ব্যাবহার করার মাধ্যমে সুপার এবং স্পেসিফিক ডেটা খুঁজে বের করা যায় ।

(আমি শিখেছি এটি সম্পূর্ণ পেইড মেথড এ কিন্তু আমি ফ্রি তে শেয়ার করতেছি )

আজকের পর্বের আমরা গুগলের অ্যাডভান্স সার্চ টেকনিক নিয়ে কথা বলবো (পর্ব -১ ) এ

অ্যাডভান্স  সার্চ টেকনিক  অনেক গুলো একটি পোষ্ট এর মধ্যে এতো গুলো নিয়ে আলোচনা করা সম্ভব হবে না সুতরাং আমি পর্ব ভিত্তিক সার্চ করার কৌশল  দেখাবো Trickbd এর সাথেই থাকুন ।

তো চলুন শুরু করা যাক___

Google Advanced Search Technique 

 ১ – Specific Phrase:

“phrase”

“5 tips for making money online”

Specific Phrase  কি?

বিষয় টি আমরা একটি উদাহরণ এর মাধ্যমে দেখি – আমরা গুগল এ সার্চ করালাম 5 tips for making money online

এটা দিয়ে সার্চ করার পর নিচে রেজাল্ট টি দেখুন

রেজাল্টে দেখা যাচ্ছে ৭ টি, ৪০টি,৩৫ টি, ১২ টি ইত্যাদি রেজাল্ট আসতেছে এখন আমরা চাই যে সুধুমাএ ৫ টি টিপস ই আমি দেখতে চাই বেশিও ও না কম ও না তার জন্য আমাদের যেই টি সার্চ করতেছি সেটির দুই পাশে কোটেশন মার্ক দিয়ে দেয়া জেমনঃ “5 tips for making money online” 

এটি দিয়ে সার্চ করার পর দেখুন নিচের রেজাল্ট ঃ

আশা করি বুঝতে পেড়েছেন

 

২-Brand Mention:

intext:trickbd

Brand Mention কি?

এটি একটি মজার জিনিস যেমন ঃ মনে করুন আমার একটি কোম্পানি আছে এখন আমি জানতে চাচ্ছি আমার কোম্পানি এর নাম টি আর কোন কোন ওয়েবসাইট এ শেয়ার করেছে ঃ

বিষয় টি আমরা একটি উদাহরণ এর মাধ্যমে দেখি – আমরা গুগল এ সার্চ করালাম  intext:trickbd

এটা দিয়ে সার্চ করার পর নিচে রেজাল্ট টি দেখুন

এই রেজাল্ট এ সুধু দেখাবে যে, trickbd সাইট টি কোন কোন সাইট এ রয়েছে ।

আশা করি বুঝতে পেড়েছেন তো আজ এই এখানেই শেষ করছি ।

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো

(কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন )

ভালো থাকবেন

(আল্লাহ্‌ হাফেজ)

The post গুগল অ্যাডভান্স সার্চ টেকনিক (পর্ব-১) appeared first on Trickbd.com.



from Trickbd.com http://bit.ly/2CAhP20
Post a Comment (0)
Previous Post Next Post