mx player দিয়ে বাংলা সাবটাইটেল তৈরি করুন যে কোন মুভির।
কেমন আছো বন্ধুরা আসা করি ভাল।
এসো সবাই মিলে নতুন কিছু শিখি
ভিডিও সাবটাইটেল কি?
সাবটাইটেল হলো ভিডিওর নিচে প্রদর্শিত ভাষা অনুবাদক বাক্য।ইংরেজী তামিল হিন্দী মুভিকে বাংলা ভাষা পরিনত করে দেখাকে সাবটাইটেল বলে।সাবটাইটেল হল আমরা যে মুভি দেখি তার নিচে যে লেখা আসে তারনামই সাবটাইটেল।তোমরা হয়তো ইতি মধ্য সব কিছু জেনে গেছ।
ভিডিও সাবটাইটেল এর সুবিধাঃ
ইংরেজী তামিল হিন্দী মুভিকে বাংলা ভাষায় দেখতে পারবেন ভিডিও সাবটাইটেল এর সুবিধা।
যেকোন মুভিকে নিজের ভাষায় সাবটাইটেল তৈরী করে দেখতে পারবেন।
ভিডিও সাবটাইটেল এর মাধ্যমে আপনি সহজে ভিডিও বুঝতে পারবেন।
আর আপনি সেই মুভি সম্পকে পূন জ্জান লাভ করতে পার।
যেভাবে সাবটাইটেল ডাওনলোড করবেন।
Mx player ক্লিক দিন
Mx player এ গিয়ে, একটি ভিডিও চালিয়ে মেনু অপশন থেকে Subtitle এ ক্লিক করুন
তারপর online subtitles ক্লিক দিন
এখন search ক্লিক দিয়ে যেমুভির সাবটাইটেল তৈরী করতে চান
তারপর Opensubtitle.org ক্লিক দিয়ে বাংলা সিলেক্ট করুন।
দেখুন বাংলা সিলেক্ট হয়ে গেছে।
দেখুন কি সুন্দরভাবে বাংলা হয়ে গেল।
ধন্যবাদ বন্ধুরা আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে কমেন করে সাথে থাকুন।
আরো সব কিছু ভাল ভাবে বুজতে এখানে ক্লিক দিনalimuddin.info
ইউটিউব চ্যানেল Youtube
The post mx player দিয়ে বাংলা সাবটাইটেল তৈরি করুন যে কোন মুভির। appeared first on Trickbd.com.
from Trickbd.com http://bit.ly/2Slmcbj