আপনার ফটোগুলোর পেন্সিল স্কেচ তৈরি করে একজন শিল্পী হয়ে উঠুন!

আসসালামুআলাইকুম বন্ধুরা,
সবাই কেমন আছেন আশা করি ভালো।
ট্রিকবিডি এর সাথে থাকলে সবাই ভালো থাকেন।
আজকের পোস্টে দেখাবো কি করে আপনার ফটোগুলোকে পেন্সিল স্কেচ করবেন।আপনার ফটো গুলো একে পেন্সিল দিয়ে স্কেচ করতে একটি অ্যাপ লাগবে।
প্রথমে প্লে স্টোর থেকে Pencil Sketch অ্যাপটা ডাউনলোড করুন। অথবা নিচের থেকে ডাউনলোড করতে পারেন সরাসরি প্লে-স্টোর লিংক।

অ্যাপ ডাউনলোড লিংক



অ্যাপ টা ডাউনলোড করে ওপেন করুন এরকম একটা পেজ আসবে।

প্রথমে একটু লোড নিবে তারপর এরকম একটা পেজ আসবে।

এখন একটা ছবি নিন যে ছবিটা আপনি পেন্সিল দিয়ে স্কেচ করবেন।গ্যালারি বা ক্যামেরা থেকে একটা ছবি নিয়ে নিন।
আমি গ্যালারি থেকে মোনালিসার একটা ছবি নিচ্ছি।তারপর এরকম একটা পেজ আসবে।

✓ বাটনে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ আসবে।

প্রথম রুল টায় ক্লিক করলে এরকম কালার হবে।

এবং দ্বিতীয় রুল টায় ক্লিক করলে এরকম কালার হবে।

আপনার ফটোগুলো স্কেচ করার সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে।
এভাবে খুব সহজেই ফটো গুলো পেন্সিলে স্কিচ করা যায়।
আজকের পোস্ট এ এখানেই শেষ সবাই ভালো থাকবেন এবং ট্রিকবিডি এর সাথেই থাকবেন,আল্লাহ হাফেজ।

The post আপনার ফটোগুলোর পেন্সিল স্কেচ তৈরি করে একজন শিল্পী হয়ে উঠুন! appeared first on Trickbd.com.



from Trickbd.com http://bit.ly/2G4Lm80
Post a Comment (0)
Previous Post Next Post