আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই?আজকে আবার নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।টাইটল দেখে বুঝে গেছেন কি নিয়ে আজকের পোস্ট।আর কথা না বারিয়ে শুরু করি।
প্রথমে প্লে স্টোর থেকে Giganticons-Big Icons অ্যাপ টা ডাউনলোড করে নিবেন।ডাউনলোড করুন এখানে
তারপর অ্যাপ টা অন করবেন।করে একটা পেজ আসবে।ওখানে Ok তে ক্লিক করবেন।
তারপর আপনার ফোনের Widgets অপশন এ যাবেন।যায়ে একটু Giganticon Widget টা খুজে বের করুন।আমি স্যামসাং ফোন ইউস করসি।অন্য ফোন হলে আপনাদের কে অন্য ভাবে Widgets অপশন খুজে বের করতে হবে।
তারপর Widget টা তে চাপ দিয়ে ধরে রাখে ফোনের ব্যাকগ্রাউন্ড পেজে আসবে।একটু প্রসেস হবে তাপর একটা পেজ আসবে উপরে লেখা থাকবে Choose Your Icon।ওখান থেকে অনেক অ্যাপ পাবেন।নিচে স্ক্রল করলে আপনার ফোনের সব অ্যাপ পাবেন।আমি ক্রোম দিয়ে দেখাচ্ছি।
তারপর সাইডের ৪ ডট এ ক্লিক করে টেনে টেনে সাইজ করে নিতে পাবেন।
তারপর ওই অ্যাপ এ ক্লিক করে ঢুকতে পাবেন।আমি ক্রোম এ ক্লিক করে ঢুকায় দেখাচ্ছি।
এইযে দেখে আমি ক্রোমে ঢুকে ট্রিকবিডিতে ধুকেছি।তাহলে আজ আর নয়।অন্যদিন অন্য পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব।এতক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
ফেসবুকে আমি
The post ফোনের অ্যাপের আইকন সাইজ বড় করুন এখন থেকে appeared first on Trickbd.com.
from Trickbd.com http://bit.ly/2DNg56a