থ্রি ইন ওয়ান পোষ্টে !!
ব্লগার টেমপ্লেট নিয়ে চিন্তা আর নয়।
আজকে আমি একটি পোষ্ট তিনটি বিষয় নিয়ে আলোচনা করা।
১/ কিভাবে যেকোন ব্লগার সাইটের টেমপ্লেটের নাম দেখবেন।
২/ ফ্রীতে ব্লগার টেমপ্লেট ডাউনলোড করার জন্য কয়েকটি সাইট।
৩/ প্রিমিয়াম টেমপ্লেট ফ্রীতে ডাউনলোড করার ট্রিক।
ওয়াপকা চলে যাওয়ার পর অনেকেই ব্লগার এ চলে গেছেন এতে আমার কোন সন্দেহ নেই। তাই ব্লগার নিয়ে নাচা-নাচি আগের তুলনায় অনেক বেশী হচ্ছে তাই আমিও একটু নাচানাচি করতে চলে এলাম আরকি।
ব্লগারে যারা নতুন চলে এসেছেন তার হয়তো ব্লগারের প্রিমিয়াম টেমপ্লেটের দাম গুলোন দেখেছে যা চোখ কপালে তুলে দেওয়ার মতোন। 10$ এর নিচে কোন ভালো পছন্দমতো টেমপ্লেট নেই বললেই চলে। ব্লগিং শুরু করতে প্রথমতো এত টাকা কেউই খরচ করতে চান না। তাই ফ্রী টেমপ্লেট গুলোন একমাত্র ভরসা। তাছাড়া হঠাৎ করে কোন ব্লগার সাইটে ঢুকলে সেই টেমপ্লেটটা ভালো লেগে যায়। এটাই স্বাভাবিক। আমার এমনটাই হয়। তখন আমরা করি কী !! সেই সাইটের এডমিনের কাছে রিকুয়েস্ট করে টেমপ্লেটের নাম জানতে পারি। কিন্তু এখন আর তা হবে আপনি খুব সহজেই যেকোন ব্লগার সাইটের টেমপ্লেটের নাম জেনে নিতে পারেবেন।
যেকোন ব্লগার সাইটের টেমপ্লেটের নাম জেনে নেওয়া খুব একটা বড় বা কঠিন কাজ নয়। কোন টাকা বা পয়সাও এজন্য খরচ করতে হবে না। তো এবার প্রথমেই দেখেনেই
কিভাবে যেকোনো ব্লগার সাইটের টেমপ্লেটের নাম দেখবেনঃ
এই কাজটি করার জন্য প্রয়োজন একটি এন্ডয়েড ফোন অথবা পিসি এর।।
STEP BY STEP
১/ টার্গেট সাইট নির্বাচন করে ক্রোম ব্রাউজার দিয়ে সাইটটি ব্রাউজ করুন। ধরুনঃ টার্গেট সাইট www.abcd.blogspot.com
2/ যদি আপনি এন্ডয়েড ফোন দিয়ে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ব্রাউজ করে থাকেন তবে ইউআরএল এর সামনে view-source: লিখে গো করুন অর্থাৎ link টি তখন view-source:www.abcd.blogspot.com এমন হবে।আর যদি পিসির মাধ্যমে ব্রাউজ করেন তাহলে right click করে Html Source Code বের করেন।
3/ এবার Source কোড গুলোন একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এমন একটা কিছু আছে –
<br /><br /> - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -<br /><br /> Template Name: Abcd<br /><br /> Template Author: Mr. Xyz<br /><br /> Template Url: www.xyz.com<br /><br /> - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -<br /><br />
অথবা নিচে Screenshot টি দেখুন –
আশা করছি ধরতে পরেছেন যে কিভাবে ব্লগার টেমপ্লেটটির নাম পাবেব। তাই নতুন করে আর বললাম না।
এবার আপনাদেরকে কয়েকটি সাইটের লিংক দিব যেখান থেকে খুব সহজেই ব্লগার টেমপ্লেট ফ্রীতে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের আগেই বলেছি শুরুতে ব্লগার টেমপ্লেটের পিছে এত টাকা কেউ খরচ করতে কেউই চায় না তাই ফ্রী টেমপ্লেটে উপর নির্ভর করে থাকতে হয়। যাক গে।
ব্লগার টেমপ্লেট ফ্লী ডাউনলোড করার জন্য জনপ্রিয় কিছু সাইটের লিংকঃ
আপতাতত আমি আপনাদের পাঁচটি সাইটের লিংক দিলাম। এগুলোই আপনার কাছে যথেষ্ট বলে আমি মনে করি।
- www.soratemplates.com
- www.msdesignbd.com
- https://ift.tt/1iCKFTu
- www.themes24x7.com
- www.btemplates.com
এই সব সাইট থেকে আপনি থিমগুলোন ফ্রীতে ডাউনলোড করে নিতে পারবেন তবে সেখানে ফুটার ক্রেডিট থাকবে। যেগুলো আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন তবে সেটা বেআইনী।
এবার কথা হলো কিভাবে কোন টেমপ্লেট প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করবেন। আর এই প্রিমিয়াম ভার্সন ডাউনলোডের জন্য আমার গুগল মামার সাহায্যে নিব।
যেভাবে কোন ব্লগার টেমপ্লেটের প্রিমিয়াম ভার্সন ফ্রীতে ডাউনলোড করবেনঃ
ধরুন আপনি XYZ নামক ব্লগার টেমপ্লেটটির প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করতে চাচ্ছেন। আপনি এই টেমপ্লেটটি পেতেও পারেন আবার নাও পেতে পারেন। এটা নির্ভর করছে টেমপ্লেটটির প্রিমিয়া নেটে শেয়ার হয়েছে কি না। অনেক সাইট আছে যার এই ধরনে কাজ করে। যেটা বেআইনী হলেও আমাদের জন্য বেশ ভালো। উদাহরণ সরূপ XYZ নামক টেমপ্লেটটি খুঁজে বের করতে হলে কি-ওয়ার্ড মিল রেখে গুগলে অনুসন্ধান করতে হবে। যে জন্য আমরা গুগলে যেভাবে সার্চ দিতে পারি –
- Xyz Blogger Template Premium Version Free Download
- Blogger Template Xyz Premium
- Blogger Template XyzPremium.zip
- Blogger Template XyzPremium.zip
- Blogger Template Xyz Cracked
- Xyz Blogger Teplate Cracked Version
- Premium Xyz Blogger Template
NOTE: আবারো বলছি এখানে Xyz আদো কোন ব্লগার টেমপ্লেট নয়। এটিকে উদাহরণ হিসাবে ধরা হয়েছে।
একটু লক্ষ্য করলে দেখতে পারবে xyz ব্লগার টেমপ্লেটটির প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করতে বিভিন্ন ভাবে সার্চ করতে নির্দেশ দিয়েছি। আসলে আমি কি-ওয়ার্ড ম্যাচ করার চেষ্ট করেছি। যাতে গুগল আমাকে কাঙ্খিত ফলাফল প্রদর্শন করাতে পারে।
আশা করছি ব্লগার টেমপ্লেট নিয়ে আর কোন সমস্যা হবে না। আপনার সুস্থ কামনা করে আজ এখানেই শেষ করছি। কোথাও কোন সমস্যা হলে কমেন্ট করে পারেন। অথবা, আমাকে ফেসবুকে নক করতে পারেন ফেসবুকে আমি।
The post [ব্লগার টেমপ্লেট নিয়ে চিন্তা আর নয়] যেকোন ব্লগার সাইটের টেমপ্লেটের নাম জেনে নিন খুব সহজেই ও ব্লগার টেমপ্লেট ফ্রীতে ডাউনলোড করার জন্য জনপ্রিয় কয়েকটি সাইট এবং ফ্রীতে প্রিমিয়াম টেমপ্লেট ডাউনলোডের ট্রিক appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2OapucA