Coin Market Cap হচ্ছে সবচেয়ে জনপ্রিয় Cryptocurrency Market Analysis এর একটি website
বাজারে নতুন কোনো ভালো মানের coin আসলে তা এখানে list করা হয়
এই website থেকে listed coin এবং token এর বর্তমান মূল্য, র্যাংক, কয়েন বাজার, মূল্য পরিবর্তন হার সহ আরো অনেক কিছু জানা যায়
কয়েন এবং টোকেন কি?
কয়েন : যা সরাসরি বিনিময় করা যায়
টোকেন : যা সরাসরি বিনিময় করা যায় না, তবে বিনিময়ের জন্য কয়েন এর সাহায্য নিতে হয়
Coin Market Cap এর বিস্তারিত আলোচনা হবে সম্পূর্ন পোস্ট ভালো করে পড়ার আহবান রইল
Coinbase এ ঢুকলে প্রথমেই আমরা অনেকগুলো Coin এবং Token এর নাম দেখতে পাব
প্রথমে যে 10 টি coin দেয়া আছে তা আমরা সকলেই কমবেশি চিনি
কারন এগুলোর ব্যবহার এত বেরে গেছে যে সবার মুখে মুখে এদের নাম গান শোনা যায়
আপনি কি জানেন নতুন কয়েন বাজারে আসলে তা কিভাবে সবার কাছে পৌছিয়ে দেয়া হয়
প্রতিটা coin বাজারে প্রচলন এর জন্য প্রথমত user দের কিছুটা ফ্রিতে দেয়া হয় একে Airdrop বলা হয়
Airdrop এ ৫-১০ মিনিট কাজ করে 100-200$ income করা যায়
শুধু Account খুলে 1-3 মাস wait করতে হয়। এই ধৈর্য যাদের আছে তারাই Airdrop গুলো collect করতে পারে
( সবার নিচে Airdrop এর group ও channel দেয়া হবে কাজ করতে চাইলে join হবেন )
মূল topic এ ফিরে আসি
Crypto Coin এর Top Rank এ আছে Bitcoin
Coin কখন এবং কিভাবে Rank এ ওঠে জানেন কি?
না জানলেও সমস্যা নাই। আমি জানানোর জন্যই আসছি
আপনি দেখে থাকবেন শীতকালে যখন মূলা(সবজি) নতুন বাজারে আসে তখন এর প্রতি কেজি এর মূল্য ৪০ টাকা এর মতো কারন তখন এর চাহিদা বেশি থাকে কিন্তু যোগান কম থাকে
যখন কিছুদিন যায় তখন সকল মূলা চাষী মূলা তুলে বাজারে নিয়ে আসে আর এতদিন খাইতে খাইতে জনতারও রুচি একেবারেই নস্ট হয়ে যায় তাই এসময় মূলার কেজি ৫ টাকা বা তারও কম হয়।
তেমনি যখন বড় বড় company একটা coin বেশি করে কেনে তখন কয়েন stock হতে কমে যায় যার ফলে সকলের প্রয়োজনীয় coin আর পাওয়া যায় না এজন্যই তখন মূল্য একদম আকাশচুম্বি হয়
কিন্তু যখন ক্রেতার পরিমান কমে যায় এবং coin উৎপাদন বেড়ে যায় তখন এর দাম কমতে থাকে।
বর্তমান bitcoin এর মূল্য কত তা জানতে লক্ষ্য করুন
Bitcoin সারির Price কলাম এর দিকে
এভাবে volume এবং other বিষয়গুলো দেখে নিতে পারবেন
আপনি চাইলে top 100 coin ও token list দেখতে পারেন অনায়াসে
অথবা সবগুলো coin ও একবারে দেখতে পারেন
ইউনিক কয়েন খোজা
মনে করুন আপনি একটা coin, market এ add করছেন
আপনি জানেন না যে coin টা কত Rank এ আছে
এজন্য আপনি আপনার Coin এর নাম লিখে search করলেই পেয়ে যাবেন
Bitcoin Stock এর আগে এটা জানা উচিত
মনে করুন আপনি bitcoin stock করে রাখতে চান সেজন্য আপনাকে অবশ্যই জানতে হবে coin analysis করা
আপনি যদি আমার মতো Bitcoin Analyse করতে চান তাহলে Bitcoin এ click করুন
Bitcoin এর বর্তমান মূল্য উপরেই দেয়া আছে 4027.25 Usd
Market Cap এ কত Dollar লেনদেন হইছে দেখতেই পাচ্ছেন
এছাড়াও 24 hour এর volume টাও জেনে গেছেন ইতিমধ্যে
একটু নিচেই আপনি chart দেখতে পাবেন
chart analysis করে জানতে পারবেন কখন coin এর দাম কমে বা বাড়ে
(next post এ chart analysis এর details দিব)
এছাড়া আরো অতিরিক্ত কিছু তথ্য দেয়া আছে Coin Static এ
পড়ে নিবেন কস্ট করে
Coin এর Historical Data অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়, ভালো করে Analysis করবেন এটা
Historical Data Analysis
এখানে আপনি দেখতে পাবেন Date, Open, High, Low, Close, Volume সহ আরো অনেক কিছু
Date: নির্দিষ্ট একটি দিন এর তারিখ
Open: উক্ত date এ coin এর দাম কত থেকে শুরু হইছে
High: উক্ত দিনে Coin এর দাম সর্বোচ্চ কত হয়েছিল
Low: উক্ত দিনে Coin এর দাম সর্বনিম্ন কত হয়েছিল
Close: দিন শেষে Coin এর মূল্য কত তে শেষ হলো
Analyse করার পর যদি মন চায় coin কিনবেন তাহলে buy এ click করে উক্ত website থেকে কিনতে পারবেন
(আমাদের থেকেও কিনতে পারেন যেকোনো Dollar)
dollar তো কিনবেন এখন ভাবছেন কোথায় dollar রাখবেন
এজন্য wallet এ একটা account করে নেন
আপনার যদি dollar কেনার টাকা না থাকে, আর যদি income এর ইচ্ছা থাকে তাহলে Earn Interest এ click করে website টায় গিয়ে দেখুন কিভাবে earn করতে পারপবেন
(Earn করতে আমাদের trickbd এর সাথেই থাকেন)
আপনারা যদি trading করতে চান তাহলে অবশ্যই এই জিনিসটা দেখবেন, সেটা হচ্ছে Pair
pair হচ্ছে একটি মুদ্রার সাথে আরেকটি মুদ্রার বিনিময়
অর্থাৎ আপনি কোন coin থেকে কোন coin এ পরিনত করতে পারবেন আপনার coin তা এই pair এ show করে
ছোট্ট একটি উদাহরন
একজন প্রবাসী যখন অন্য দেশে যায় বা অন্য দেশ থেকে নিজ দেশে ফেরে তখন তাকে এয়ারপোট থেকে মুদ্রা বিনিময় করে নিতে হয়
এজন্য তাকে আগের দেশের মুদ্রা দিয়ে নিজ দেশের মুদ্রা বা টাকা নিতে হয়
এটাই হচ্ছে একটা Pair
টাকার সাথে উক্ত দেশের মুদ্রার Pair
আপনার জন্য কিছু tips
CoinMarketCap এ দক্ষতা ভালো না থাকলে coin কিনে ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি তাই
CoinMarketCap এ দক্ষতা বৃদ্ধির জন্য এ নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করুন
এজন্য youtube, google এ Coinmarket cap analysis লিখে search করে আপনার দক্ষতা আরো বাড়িয়ে নিন
কিছু কথা
আর কোনো প্রশ্ন থাকলে আমাকেই comment করুন
আপনার প্রশ্নের উত্তর আমার জানা থাকলে তো জানাবই
আর না জানা থাকলে নতুন কিছু তো শিখতে পারব
পোস্টটি ভালো লাগলে একটু প্রতিদান হিসেবে Like, Comment, Share ছাড়া আর কিচ্ছু চাই না
সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
শুধু Trickbd Member দের জন্য Online Earning এর নতুন Group ও channel
যারা Airdrop / ICO / Investment এ কাজ করবেন নিচের link এ join করিয়েন
Earning Alert1 (telegram) + Earning Alert2(telegram)
The post সবচেয়ে জনপ্রিয় Crypto Market Analysis Website Coin Market Cap এর বিস্তারিত আলোচনা appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2UhBIG8