৪ টি হলিউডের বিখ্যাত সিনেমা যেগুলো অবশ্যই আপনার দেখা উচিত- part 2

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের পোষ্টে আলোচলা করব হলিউডের ৪ টি বিখ্যাত সিনেমা পার্ট ২

Avatar


অব্তার! শুধুমাত্র একটা সিনেমা নয় বরং জেমস ক্যামেরনের 15 বছর আগের একটি স্বপ্ন 1994 সালে তিনি কাহিনী লেখা শুরু করে দেন এবং ভেবেছিলেন টাইটানিক সিনেমার পর 1999 সালে রিলিজ করবেন। কিন্তু তিনি দেখলেন যে, তার সময়ে যে ধরনের প্রযুক্তি দরকার তা তখনও পর্যন্ত ডেভলপ হয়নি তারপর 2009 সালে মুভিটা রিলিজ হয়। সেখানে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা ফিল্ম মেকিং এর রূপরেখা বদলে দিয়েছে। হলিউডের এই সিনেমাটা নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল। কারণ জেমস ক্যামেরন সিনেমা তৈরি করতে পানির মত টাকা খরচ করেছিলেন। এটাই হলিউডের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় বার’শ কোটি টাকা। এই ফিল্মটি জন্য হরর স্পেশাল ক্যামেরা বানিয়ে ছিলেন।জেমস ক্যামেরন 14 মাস মোশন পিকচার অ্যানিমেশন টেকনোলজির উপর পরিশ্রম করে ছিলেন। তাঁর এই কঠোর পরিশ্রম সিনেমার প্রতিটা এনিমেশন চোখে পড়ে। এমন মহা সাফল্যের পর থেকে তার কাছে আর কিছু ডিল আসে যেমন অব্তার ২য় এবং ৩য় 2021 সালে রিলিজ হবে এবং 2024 সালে রিলিজ হবে অব্তার ৪র্থ ও ৫ম।



Avatar movie link

127 hours


বন্ধুরা যদি আমি বা আপনি কোন জনমানবহীন গুহায় আটকে পড়ি এবং সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার তাহলে হয়ত আমরা অল্পতেই হাল ছেড়ে দেব, গিব আপ করে দেব। কিন্তু এখন আপনাকে এমন একটা মুভির সাথে পরিচয় করাব যেটা একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। যেটা আমাদের কে শেখায় কোন কিছুতে সহজে হার মেনে নিতে নেই। নেভার গিভ আপ!! সেই মভি টা হলো 127 আওয়ার। 2010 সালে প্রকাশিত এই সিনেমার একটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখনে একটি ছেলে 2003 সালে গ্র্যান্ড ক্যানিয়নে ছুটি কাটাতে বের হয়েছিল। দু’টি পাহারেরএর মধ্য দিয়ে নিচে নামার সময় হঠাৎ তার এক হাত পাথরের মধ্যে আটকে যায়। এবং পরবর্তী 127 ঘন্টা সে কিভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে থাকে?? এটাই এই সিনেমার মূল বিষয়বস্তু। জীবন-মৃত্যুর এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হয় তা দেখে আপনি অবশ্যই অবাক হবেন! ভয় পেয়ে যাবেন প্রশংসা করতে বাধ্য হবেন!।





আর মুভিটার লিঙ্ক অনেক খুজাখুজির পরও পাইনি।তাই দিতে পারলাম না।

Avengers


যদি আপনাকে বলা হয় এমন একটা সিনেমার নাম বলুন যাকে বলা যায় সুপারহিরোদের চাঁদের হাট। নিশ্চয়ই আপনার উত্তর হবে অ্যাভেঞ্জারস! রাইট? গতবছর অর্থাৎ 2018 সালে নতুন এভেঞ্জার মুভি নিয়ে দর্শকদের মধ্যে যে উত্তাল দেখা যায় তা বিগত দিনে কোন হলিউড সিনেমার জন্য দেখা যায়নি। কারণ আমাদের প্রিয় সুপারহিট শুরুটা হয়েছিলএর প্রথম মুভি 2012 সালে ক্যাপ্টেন আমেরিকা। সেখানে মারভেলস কমিকস্ থেকে একটা টিম তৈরি করে। যার হাত থেকে পৃথিবীকে বাঁচাতে সহযোগিতা করতে পারে এই সিনেমাটা বক্স অফিস রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করে 1.5 বিলিয়ন ডলারেরও বেশি সিনেমাটিতে খরচ হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়্যাল করেছেন অ্যাভেঞ্জার এর প্রতিটা সিনেমা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে।






the avengers movie link

the avengers infinity war movie link

avengers age of ultron movie link

Titanic (1997)


টাইটানিকের কথা শুনেন নি পৃথিবীতে হয়তো তেমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সর্বাধিক আলোচিত বহুল জনপ্রিয় রোমান্টিক মুভি টাইটানিক মুক্তি পেয়েছিল 1997 সালে। পরিচালক জেমস ক্যামেরন এই ছবিতে দর্শকদের জন্য নিয়ে এসেছিলেন। এই ছবির কাহিনী গড়ে উঠেছে টাইটানিক বিখ্যাত জাহাজ এর উপর ভিত্তি করে। মুভিটি তৈরি করতে তিন বছর সময় লেগেছিলো আর 50 কোটি খরচ হয়েছিল এবং এমনটা দাবি করা হতো যে এই জাহাজ কখনোই ডুববে না। কিন্তু তার প্রথম যাত্রাতেই ডুবে যায়। রোমান্টিক সিনেমা হলে এটা ধরে নেওয়া যেতে পারে। টাইটানিক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তা হয়তো অন্য কোন সিনেমা পারবে না। যেমনভাবে মুভিটাতে লাভ স্টোরি জেমস ক্যামেরন অমর বানিয়ে দিয়েছে।



Titanic movie link

আজ তাহলে এই পর্যন্ত। আগামি পোষ্টে ট্রিকবিডিতে নতুন কিছু নিয়ে আসবো।
ফেসবুকে আমি

The post ৪ টি হলিউডের বিখ্যাত সিনেমা যেগুলো অবশ্যই আপনার দেখা উচিত- part 2 appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2YAct14
Post a Comment (0)
Previous Post Next Post