কম্পিউটার শিক্ষা A to Z স্ক্রিনশট সহ।(মাইক্রোসফট অফিস এপ্লিকেশন) পর্ব ১ : নতুন ফাইল তৈরি করা,ওপেন করা ও সেভ করা

আশা করি সকলে ভালো আছেন।

টাইটেল দেখে বুঝতে পেরেছেন
পোস্ট এর বিষয়।
চলুন যায় মুল পোস্টেঃ

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥



কম্পিউটার শিক্ষা A to Z এ যা যা থাকছেঃ

  • মাইক্রোসফট অফিস এপ্লিকেশন
  • মাইক্রোসফট অফিস এক্সেল
  • ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

♥♥

প্রতিটি কাজ শিখাবো ধাপে ধাপে তো আমরা প্রথমে চলে যাই কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব

♥♥
প্রথমে start বাটানে ক্লিক করুন

All Programme

microsoft office এ ক্লিক করে microsoft office word 2003 এ ক্লিক করুন

যে ফাকা পেজটি দেখতে পাচ্ছেন এটাতে আমরা লেখালেখি করব আমি লিখলাম trickbd.com

এবার ফাইল সেভ করবো

♥♥

ফাইল save করা

♥♥
file এ ক্লিক করে save as এ ক্লিক করুন

ফাইলের নাম দিন(আমি Trick bd দিলাম) saveএ ক্লিক করুন

ফাইলটি সেভ হয়ে গেছে।

♥♥

ফাইল open করা

♥♥
file এ ক্লিক করে openএ ক্লিক করুন

যে ফাইল ওপেন করবেন তাতে ডাবল ক্লিক করলে ফাইল ওপেন হবে

দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি,পোস্ট টি কষ্ট করে পড়ার জন্য:

The post কম্পিউটার শিক্ষা A to Z স্ক্রিনশট সহ।(মাইক্রোসফট অফিস এপ্লিকেশন) পর্ব ১ : নতুন ফাইল তৈরি করা,ওপেন করা ও সেভ করা appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2HB5nUv
Post a Comment (0)
Previous Post Next Post