আসসালামু আলাইকুম!!
কেমন আছেন জনগণ??আসা করি ভালোই আছেন।।
ভালো না থাকলেও ভালো হয়ে যাবেন৷।কারণ মন ভালো করার মতোই একটা নিউজ নিয়ে এসেছি।।
Pubg Mobile Lite বহু প্রতিক্ষার পর বাংলাদেশেও রিলিজ হয়েছে।।গত ২৫ এ জুলাই গেমটি বাংলাদেশেও রিলিজ করা হয়৷।


Pubg Mobile Lite হলো PUBG Mobile এর ছোট ভার্শন।।PUBG Mobile মূলত ২ জিবি র্যাম এর উপরের ফোন গুলোতে খেলা যায়।।এর নিচের ফোন গুলোতে এই গেমটি খেলা যায় না৷।
সল্প র্যামের ফোনের কথা চিন্তা করেই Tencent কোম্পানি Pubg Mobile Lite রিলিজ করে৷।কিন্তু প্রথম দিকে এটি শুধুমাত্র ব্রাজিল ও ফিলিপাইনে রিলিজ করা হয়৷।পরবর্তী সময়ে তারা অন্য প্রজেক্ট নিয়ে ব্যাস্ত হয়ে পরলে Pubg Lite এর কোনো নতুন আপডেট অনেক দিন হলো আসতেছিল না৷।
ফলে সকলকে Vpn দিয়ে গেমটি খেলতে হয়েছে৷।১ মাস আগে গেমটির নতুন একটি আপডেট আসে।।
এর কিছু দিন পরেই গেমটি মালেয়শিয়া তে রিলিজ দেওয়া হয়।।
এবং মালেয়শিয়া তে রিলিজের পর প্রায় ৭ দিন পরেই গেমটি ভারত,বাংলাদেশ এর জন্যও উন্মুক্ত করা হয়৷।
ফলে ১,১.৫ এবং ২ জিবি র্যামে গেমটি কোনো প্রকার ভিপিএন ছাড়াই বাংলাদেশে খেলা যাচ্ছে।।
যারা পাবজি ভালোবাসেন,কিন্তু পাবজি খেলার মত যথেষ্ট র্যাম ফোনে নেই তাদের জন্যই এ গেমটি।।
এই গেমটি পাব্জির সকল কিছু নিয়েই বানানো হয়েছে৷।পাব্জির ম্যাপ আকারে ছোট করেই এ গেমটি বানানো হয়েছে।।
সো পাব্জি লাভাররা এই গেমটি খেলতে পারেন খুব ভালো ভাবেই৷।
গেমের ডাউনলোড লিংকঃ-
Pubg Mobile Lite
Screenshoot:-

Specification:-
Size:-468 mb
Ram Needed:-1,1.5,2 ram
60 players Match
10 minitue Length
My rating:-4/5
গেমটিতে এখনো অনেক বাগ আছে৷।আসা করা যায় এগুলো খুব তারাতারিই ঠিক করে দিবে Tencent
The post চলে এসেছে Pubg Mobile Lite।।এখন কোনো প্রকার Vpn ছাড়াই খেলুন Pubg Mobile Lite।।বিস্তারিত পোস্টে…. appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2Zo1Y0u