প্রথমে আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম। বেশি কথা বলবো না সরাসরি কাজে চলে যাই। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা অনেকেই গ্রেড পয়েন্ট বের করতে পারে না। H.S.C and S.S.C রেজাল্ট যেমন গ্রেড পয়েন্ট দেয়া থাকে তেমনি অনার্স পরীক্ষায় গ্রেড পয়েন্ট দেওয়া থাকে না নিজেদের বের করতে হয়। কিন্তু সমস্যা হয় নতুনদের। তাই আমি আজ শিখাবো কি ভাবে অনার্স পরীক্ষার রেজাল্ট এর গ্রেড পয়েন্ট বের করতে হয়। প্রথমে জেনে নেই কোন গ্রেড কত পয়েন্ট।
A+= 4 point
A= 3.75
A-= 3.50
B+= 3.25
B= 3
B-=2.75
C+=2.50
C=2.25
D= 2
F=0-39 point.

সব পয়েন্ট যোগ করে যে কয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন সেই সংখ্যা দিয়ে ভাগ দিলেই গ্রেড পয়েন্ট পাওয়া যাবে। আর এই টা কিন্তু ৪ ক্রেডিট এর পরীক্ষা। অর্থাৎ ৮০ মার্কস এর পরীক্ষা।আজ তা হলে এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে।
The post এবার নিজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার গ্রেড বের করুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2ZCrxLr