আসসালামু আলাইকুম ওয়া রাহমমুতুল্লাহ।
আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন।
আমরা মুসলিম। আর মুসলমানদের প্রথম পরিচয় নামায। দৈনিক আমাদের সাধারণতঃ ০৫ ওয়াক্ত নামায পরতে হয়। ০৫ ওয়াক্ত নামাযের সময় আমাদের মোবাইলটিকে সাইলেন্ট করতে ভুলে যাই। কিন্তু এমন যদি হয়, যে আপনার মোবাইলটি ০৫ওয়াক্ত নামাযের সময় অটো সাইলেন্ট হয়ে যাবে। আবার নামায শেষ হলে আপনার দেয়া সময় অনুযায়ী রিং মুডে চলে যাবে। হ্যাঁ, আজ আমি সেই পদ্ধতিই আপনার সামনে হাজির করছি। এর জন্য আপনার কোন থার্ড পাটি অ্যাপসেরও প্রয়োজন হবে না। শুরুমাত্র আপনার ফোনের সেটিংস এর অপশন থেকে আপনি এই পদ্ধতি চালু করতে পারবেন।
এজন্য আমি আমার Poco F1 ফোনটি ব্যবহার করেছি। Mi সব ফোনেই হবে আশা করছি। তবে অন্য কোন ফোনে হবে কিনা তা জানি না।
প্রথমে আপনাকে ফোনের সেটিংস অপশন এ যেতে হবে। তার নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
Settings>Vibration>Silent/DND
Silent/DND>Schedule turn on timeScreen এর একদম নিচে + Add এ ক্লিক করুন।
আপনার পছন্দমত ফজরের নাম দিন। Day of the Week এ Everyday দিন।>কোন সময় থেকে মোবাইলটি সাইলেন্ট মোড করবেন তা, নির্ধারণ করুন।> কোন সময় মোবাইলটি সাইলেন্ট মুড শেষ করবেন, তা নির্ধারণ করুন।>এখন মোবাইলটি কি সাইলেন্ট মুড না DND(মোবাইল আপনার সেটিংস অনুযায়ী ভাইব্রেশনও করবে না) করবেন তা নির্ধারণ করুন। ব্যস হয়ে গেল ফযরের নামাযের সময়ের মোবাইল সাইলেন্ট মুড। এভাবে অন্যান্য ওয়াক্ত নামায়ের সময় একই পদ্ধতিতে নির্ধারণ করুন।
আলহামদুল্লিহ, আপনার কাজ সর্ম্পন্ন হয়েছে।
এবার পরীক্ষা করে দেখুন। আর সমস্যা মনে হলে ভিডিও দেখুন।
এই সম্পর্কে কিছু জানতে কমেন্ট করুন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহ।
The post অটো সাইলেন্ট করুন আপনার মোবাইল নামাযের সময়, নামায শেষ হলে নরমাল মুডে চলবে, কোন অ্যাপস ছাড়া!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2lSNOWM