হ্যালো বন্ধুরা,
আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি কোনো না কোনো কাজের জন্য। ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের সামনে যখন একটি English পেজ চলে আছে,তখন অনেকেরই এই পেজ পড়তে অথবা বুঝতে সমস্যায় পড়তে হয়।
আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ঐ অবস্থায় আপনি সেই পেজকে বাংলায় পড়তে পারবেন
প্রথমেই আপনি আপনার Chrome ব্রাউজার এ হোম পেজে চলে যান।সেখানে উপরে দেখতে পারবেন ৩ ডট চিহ্ন রয়েছে।ওখানে ক্লিক করূন।
এখন আপনি দেখতে পারবেন কিছু অপশন।এইগুলোর মধ্যে Settings অপশনটি ক্লিক করুন।
এরপর দেখতে পারবেন Language নামে একটি অপশন রয়েছে।সেখানে ক্লিক করূন।
এখানে দেখতে পারবেন English আপনার Default ভাষা হিসেবে রয়েছে।আপনি যে ভাষায় আপনার Page পড়তে চান সেই ভাষা Add Language এ ক্লিক করে অ্যাড করে নিন।আমি Bangla ভাষা অ্যাড করেছি।
ভাষা অ্যাড করার পর সেই ভাষার পাশে ৩ ডট এ ক্লিক করূন।সেখানে দেখতে পারবেন লিখা আছে Offer to translate এখানে ক্লিক করে টিক করে নিন।
এরপর সবার নিচের অপশন’টিও সোয়াইপ করে অন করে দিন ,নাহলে কাজ করবে না।
এখন যেভাবে আপনি সম্পূর্ণ পেজ translate করবেন তা দেখে নিন।
ধরুন আমি এই নিচের পেজটি আমি অন্য ভাষায় পড়তে চাই।তাহলে আমি ৩ ডট এ ক্লিক করবো।এখানে দেখতে পারবেন একটি নতুন অপশন চলে এসেছে।যার নাম translate ! এখানে ক্লিক করুন।
ক্লিক করলে আপনার পেজের নিচে ভাষাগুলো চলে আসবে ,যে ভাষায় আপনি translate করতে চান সে ভাষায় ক্লিক করূন। ২-৩ সেকেন্ড লাগবে এরপর দেখবেন আপনার পেজ সম্পূর্ণ বাংলায় হয়ে গেছে ।এখন পড়তে থাকুন বাংলায়।
ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন
The post এখনো যেকোনো পেজ Bangla অথবা যেকোনো ভাষায় Translate করে পড়ুন ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/31buRx1