প্রথমেই সবার কাছে ক্ষমা চাচ্ছি যে
বাংলা, বাংলিশ ও ইংলিশ মিক্স করে পোস্ট করার জন্য ৷
প্রাথমিক আলোচনাঃ
সাধারনত গেম কম বেশি সবাই খেলে ৷
যে গেমগুলা এ্যাডভেন্চার হয় তাহলে তো ছাড়ার কথাই নাই, যতক্ষন না প্রযুন্ত ফোনের চার্জ সিঙ্গলান বা লাল দাগ না হয় ৷
আমি আজকের পোস্টে যে গেমটার কথা বলতেছি, সেটা কিন্তু মটেই সাধারন গেমস নয় ৷ এটার এমন সব আওয়াজ যেন, যেন মনে হয় সত্তিকারের ভুতনি বুড়ি ঘারে বসেছে ৷ আর যদি রাতে না বাবা রাত না দিনই খেলা ভালো ৷ কি বলবো রাত মানেই তো ভুতরে খেলা, ভুতদের আনন্দের উৎসব ৷ ভুত মানেই তো অদৃশ্য ছায়া ৷
যাই হোক ভুত নিয়ে অত লেখতে ইচ্ছে নেই ৷
কনোক্রমে ভুত বাবাজিরা যদি এই পোস্ট দেখে আমার কপালে কি বুঝতেই পারছেন আর বলতে হবে কী?
অনেক টা পরিবর্তন এেনেছে Granny: Chapter two তে ৷
অনেকেই Granny ০১ গেমস খেলেছেন,
তাদের Granny গেম সম্পর্কে ভাল ধারনা আছে ৷
নতুনরা নিচের Step এ কি ভাবে খেলবেন দেখে নিন ৷
দিয়ে নর্দমার দিকে পড়ে যাবে না।
করার পরে একই মেঝেতে ফোটেন না।
- একজন বুড়ি এবং বুড়ো মানে দাদা এবং দাদি তার হাতে একটা লাঠি দেখতে পাবেন ৷
তাদের লাঠির আঘাত থেকে আপনাকে বাঁচতে হবে ৷
এখানে আপনি কোন আঘাত করতে পারবেন না ৷- আপনাকে একটা ঘরে তালা বদ্ধকরে রাখবে ৷
আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে ঐ বাড়ি থেকে খুব সাবধানতার সাথে বেরিয়ে আসতে হবে ৷ যদি ভুল করে টের পায় তাহলে মৃত্যু ! মানে গেম ওভার ৷ -
দাদি সবকিছু শোনেন, দাদা খুব একটা শুনতে পায় না, তবে সে খুব ভয়নাক ৷
আপনি মেঝেতে কোনকিছু ফেললে ওরা শুনতে পাবে এবং সেখানে আসবে ৷
আপনি চাইলে ৫দিন লুকিয়ে থাকতে পারবেন ৷
Granny: Chapter Two 0.8.4 Update 2019-09-18
Game features:(
সবার কাছে অনুরোধ কেউ বাজে কমেন্ট করবে না ৷
)
Post টা ভালো লাগলে শেয়ার করুন ♯
The post এবার খেলুন ভুতুরে গেমস Granny: Chapter Two নতুন আপডেট ৷ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/36if7fE