বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রামে নিজের একটি বোট তৈরী করবেন এবং সেটাকে একটি আর্নিং বোটে বা অন্যান্য যেকোনো কাজে ব্যবহার করবেন তার দ্বিতীয় পর্ব।
.
আমি টেলিগ্রাম বোট তৈরীর বা যতো রকম কোড বা স্ক্রিপ্ট রয়েছে সবগুলো আমার ইউটিউব চ্যানেল এবং এই সাইটে শেয়ার করবো। সো সবাই সবসময় ফলো করবেন সাইট এবং চ্যানেল। তো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…..
.
গত পর্ব শেষ করার পর আমরা আমাদের বোটের মধ্যে নিচের কয়েকটা অপশন পেয়ে ছিলাম। Buttons Edit, Posts Edit, Balance, Admin। তো প্রথমে জেনে নেই কোন অপশনটির মাধ্যমে কি কাজ করা হয়।
- Buttons Edit: এটার মাধ্যমে আপনি বাটনস তৈরী করতে পারবেন, ইডিট করতে পারবেন।
- Posts Edit: বাটনে ক্লিক করার পর কি হবে, বা কি শো করবে মূলত সেটাই আপনি সেট করতে পারবেন এই Posts Edit এর মাধ্যমে।
- Balance: ধরুন আপনার একটি আর্নিং বোট আছে। সেক্ষেত্রে আপনি এই অপশনের মাধ্যমে আপনার ইউজারদের একাউন্টে ব্যালেন্স দিতে পারবেন আবার নিতে পারবেন।
- Admin: এটা মূলত এডমিন প্যানেল। এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেনা। আর এডমিন প্যানেল কি কাজের জন্য সেটা তে জানেনই আপনারা। সো আর বললাম না।
.
তো প্রথমে Buttons Edit নিয়ে আলোচনা করা যাক। ধরুন আপনার বোটে আপনি একটি বাটনস অ্যাড করতে চান। সেক্ষেত্রে প্রথমেই আপনাকে Buttons Editor এ ক্লিক করতে হবে।
.
- তারপর Add Buttons অপশনে ক্লিক করতে হবে।
.
- তারপর যে নামে বাটনস অ্যাড করতে চান সেটা লিখে সেন্ড করে দিতে হবে।
.
- তারপর বাটনস অ্যাড হয়ে যাবে। এভাবে বাটনস অ্যাড করতে পারবেন আপনার বোটে।
.
বাটনস অ্যাড করার পর আপনারা আইকন দেখতে পাচ্ছেন। মূলত আইকন গুলোর কাজ হচ্ছে বাটনসের অবস্থান পরিবর্তন করা।
- : বাটনস তৈরীর পর সেটা বাম সাইডে নিতে এটাতে ক্লিক করবেন।
- : বাটনস তৈরীর পর সেটা ডান দিকে নিতে এটাতে ক্লিক দিবেন।
- : বাটনস তৈরীর পর সেটা উপরের দিকে নিতে এটাতে ক্লিক দিবেন।
- : বাটনস নিচের দিকে নিতে এটাতে ক্লিক দিবেন।
- ★: বাটনসের সিটিংস করতে এটাতে ক্লিক দিবেন। সিটিংস বলতে বাটনস শুধু মাত্র এডমিন দেখতে পারবে নাকি অন্যরাও দেখতে পারবে সেটা সেট করতে পারবেন।
- Edit: বাটনসের নাম পরিবর্তন করতে পারবেন।
- Delete: বাটনস ডিলেট করতে পারবেন।
- Move: বাটনস মুভ করতে পারবেন এক জাইগা থেকে অন্য জাইগাতে।
.
.
বাটন তো অ্যাড হলো। এখন আপনার বাটনে কেউ ক্লিক করলে কি হবে সেটা সেট করতে চাইলে Post edit অপশনে ক্লিক করুন।
.
- তারপর যে বাটনে ক্লিক করার পর যেটা শো করাতে চান সেই বাটনিতে ক্লিক করুন।
.
- তারপর Add Message অপশনে ক্লিক করুন।
.
- তারপর যে জিনিসটা আপনি দেখাতে চান এই বাটনে ক্লিক করার পর সেটা লেখে দিন। যদি পিক দেখাতে চান তাহলে পিক আপলোড করে দিন।
.
- তারপর এটা সেব হয়ে যাবে। সেব হবার পর এরকম মেসেজ আসবে। এখানে আগের মতোই আইকন গুলো দেখতে পারবেন। যদি আপনারা এই মেসেজের নিচে কোনো লিংক অ্যাড করতে চান সেক্ষেত্রে Start আইকনে ক্লিক দিবেন। যেহেতু চ্যানেলের কথা বলেছি আমি সেহেতু লিংক অ্যাড করবো।
.
- তারপর Inline Button নামে দুটো অপশন পাবেন। প্রথমটাতে ক্লিক করলে পাশাপাশি লিংক অ্যাড হবে। পরেরটাতে ক্লিক করলে নিচের দিকে লিংক অ্যাড হবে। আমি পরেরটাতে ক্লিক করালাম।
.
- তারপর আপনি প্রথমে যে জিনিসটা লিংকের উপরে শো করাতে চান সেটা লেখে দিন। এবং পরে ২য় লাইনে লিংক পেস্ট করে দিন।
.
- তো দেখুন সেব হয়ে গেছে। এখন থেকে কেউ যদি বোটে গিয়ে Youtube বাটনে ক্লিক করে তাহলে সে এই মেসেজটা দেখতে পারবে। আর আপনি যদি নিচের লিংকটা ডিলেট করতে চান সেক্ষেত্রে x আইকনে ক্লিক করে দিন।
.
পরের পর্ব খুব শিগ্রহী পাবলিশ করবো। আজকের পর্ব এআ পর্যন্তই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। আর যারা আগের পর্ব মিস করছেন তার নিচের ভিডিওটা দেখে নিবেন।
ভিডিওটি দেখতে পারেন [ ১ম পর্ব ]
https://youtu.be/FlsX3VdHDek
– তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ।
– এরকম আরো টেক রিলেটেড হেল্প এবং আপডেট সবার আগে পেতে গ্রুপে জয়েন হতে পারেন।
The post তৈরী করে ফেলুন নিজের একটি টেলিগ্রাম বোট – পর্ব ২ || How To Create Telegram Bot || Bangla Tutorial appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2IWfkLh