আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
আজ একটা অ্যাপ রিভিউ নিয়ে আসলাম।
এবার হাতের ইশারায় মোবাইল লক করে সবাইকে চমকে দিন!।
App Name : Wave Lock
Link : App Link
অ্যাপটির মাধ্যমে আপনার মোবাইল লাইট সেন্সর ব্যবহার করে আপনার মোবাইল লক করতে পারবেন। বিশেষ করে যাদের মোবইলের পাওয়ার বাটন এ সমস্যা আছে তারা এটি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ফোনের লাইট সেন্সর এর উপর হাত নাড়িয়ে ফোন স্ক্রিন লক-আনলাক করতে পারবেন।
অ্যাপটি আপনার মোবাইলের লাইট সেন্সর ব্যবহার করে আপনার নির্দেশ গ্রহন করে। যেই মোবাইলে লাইট সেন্সর নেই, সেই মোবাইলে কাজ করবেনা এই অ্যাপ। যদিও এখন সব স্মার্টফোন এই লাইট সেন্সর দেয়া থাকে।
অ্যাপটির সেটিংস থেকে Home Screen অফশন চালু করে দিতে পারেন। এতে শুধু হোম স্ক্রিন এ এসে সেন্সর এর উপর হাত নাড়াইলেই স্ক্রিনলক হবে। পকেটে রাখার সময় যাতে কোন সমস্যা না হয় এই জন্য রাখা হয়েছে in pocket অপসন। যদিও এটি নিখুতভাবে কাজ করতে পারেনা, অনেক সময় স্ক্রিন ওপেন হয়ে যায়! ।
গেম বা ভিডিও দেখতে সমস্যা হলে Screen landscape অপশন চালু করে দিবেন।
আর সেন্সিটিবিটি আপনার ফোনের সাথে সমন্বয় করে নিবেন।
তো সবাই এই অ্যাপ ব্যবহার করে বোকাদের আরো বোকা বানিয়ে দিন!।
ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত,আবার দেখা হবে।
সবাই Trickbd এর সাথেই থাকুন।
আপডেট থাকুন।
খোদাহাফেজ।
The post এবার হাতের ইশারায় স্ক্রিন লক করে চমকে দিন সবাইকে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2CpyQwi