
কলকাতা: গত চার বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের কাছে জনজীবনের নানা সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীরা। এবার বামএবং কংগ্রেস যৌথভাবে এমন ৫৪টি চিঠির সংকলন বইয়ের আকারে প্রকাশ করল।
‘জবাব দিন জনতাকে’ নামক চিঠি সংকলনের এই বইটি আনুষ্ঠানিক প্রকাশ হয় সোমবার প্রেসক্লাবে। সূর্যকান্ত মিশ্র বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী এবং আব্দুল মান্নান উভয়ই।
অনুষ্ঠানে সূর্যকান্ত মিশ্র বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করছে। তিনি অভিযোগ করেন, লোকসভা এবং রাজ্যসভায় বিজেপি নিয়ম বিধি অগ্রাহ্য করছে, ঠিক তেমনি এ রাজ্যে বিধানসভা অমর্যাদা করছে শাসক তৃণমূল।
তার অভিমত, গোটা দেশে বিজেপি এবং এরাজ্যে তৃণমূল গণতন্ত্রকে হত্যা করছে। এ কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন বামপন্থীদের সৎ ভাবমূর্তির জন্য নানারকম প্রলোভন দিয়ে তাদের কিনে দেবার চেষ্টা করছে এরা। আগে কখনো এভাবে জনপ্রতিনিধির কেনাবেচা হতো না এ রাজ্যে বলে তিনি দাবি করেন।
আব্দুল মান্নানের বক্তব্য, বাম আমলে তিনি বিরোধী সদস্য ছিলেন কিন্তু এখন যেভাবে বিরোধীদের কথা বলতে আটকে দেওয়া হচ্ছে তা তা তখন করা হতো না। বর্তমানে মুখ্যমন্ত্রী ছাড়া আর কারও কোন অধিকার নেই সেটা ভালো করে মানুষ বুঝতে পারবে এই চিঠির সংকলিত বইটি থেকে বলে তিনি মনে করেন।
সুজন চক্রবর্তী তার বক্তব্য তুলে ধরেন এখন বিধানসভায় নজিরবিহীনভাবে সময়ের কাটছাঁট হচ্ছে। আলোচনায় ঠিকমতো হচ্ছে না। তার প্রশ্ন এমন হলে কোথায় মানুষের দুর্দশা কথা বলা হবে? তার অভিযোগ, চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে বলা হলেও তাঁর কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। এইজন্য সেই চিঠির কথা মানুষকে জানাতে এই সংকলন প্রকাশ করা হলো।
The post ‘জবাব দিন জনতাকে’, বাম-কংগ্রেসের যৌথ উদ্যোগে বই প্রকাশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34bd1PG