
প্যারিস: জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও সে দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আর আগের মতো সেই ঘনিষ্ঠ সম্পর্কে ফেরা কঠিন। ইউরোপ-ওয়ান চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের বিদেশমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁ এমনটাই বলেছেন।
তার বক্তব্য, গত চার বছরে বিশ্বে অনেক কিছু বদলে গিয়েছে। তাদের আর আমেরিকার সঙ্গে ট্রান্স-আটলান্টিক সেই ঘনিষ্ঠ সম্পর্কে ফিরবে না। ফরাসি মন্ত্রী জানান , ইউরোপ এখন নিজেই তার শক্তিতে বলিয়ান। ইউরোপ নিজেকে এখন একটি শক্তি বলে মনে করে।
তবে বিশ্লেষকদের অভিমত, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এটি ইউরোপের জন্য বিরাট বড় ধরনের মুক্তি কারণ তারা গত চার বছর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মারাত্মকভাবে টানাপোড়েনের মধ্যে ছিলেন। ট্রাম্পের আমলে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক তলানিতে নেমে এসেছে।
ইউরোপের অনেকেই মনে করেন- যেহেতু বাইডেন আট বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইউরোপের সকলের পরিচিত সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক আবার উন্নত হবে। তারা মনে করছেন, জো বাইডেন শুধু একজন অভিজ্ঞ ব্যক্তি নন বরং তিনি যুক্তিপূর্ণ মানুষও বটে।
The post আমেরিকার সঙ্গে ইউরোপের পুরনো সম্পর্কে ফেরা কঠিন : ফ্রান্সের বিদেশমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lfGGNy