তো আজকে লঞ্চ হয়ে গেল Tecno এর নতুন ফোন Tecno Pova 4 Pro. তো আসলে স্মার্টফোনটি কেমন?

আসসালামু আলাইকুম

তো ফাইনালি আজকে লঞ্চ হয়ে গেল Tecno এর সবচেয়ে জনপ্রিয় সিরিজ অর্থাৎ Pova সিরিজ এর নতুন ফোন Tecno Pova 4 Pro. তো দেখে আসা যাক এর স্পেসিফিকেশন।

ডিসপ্লে
ফোনটিতে রয়েছে 6.66 ইঞ্চি ডিসপ্লে যা একটি এমোলেড ডিসপ্লে এবং 90hz রিফ্রেশ রেট রয়েছে এইখানে। যাকে প্রটেকশন করছে কর্নিল গরিলা গ্লাস ৩। বড় ডিসপ্লে, অ্যামোলেড ও 90hz রিফ্রেশ রেট হওয়ায় আপনি সিনেমা দেখা বা গেম খেলা উপভোগ করতে পারবেন। কিন্তু সামনে U Shape নচ থাকায় এটি একটু পুরানো পুরানো লাগে।

পারফরম্যান্স
Tecno-এর এই ফোনটিতে রয়েছে 8 GB RAM + 256GB স্টোরেজ। সুতরাং, আপনাকে আর স্টোরেজ নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার সমস্ত গান, ভিডিও, গেম এবং আরও অনেক কিছু ফোনে সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও, মোবাইলটিতে রয়েছে লেটেস্ট Media tek Helio G99 er প্রসেসর যা 6nm এর এবং এটি একটি অক্টা-কোর প্রসেসর।

ক্যামেরা
ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে, Tecno-এর ফোনটির পিছনে একটি একক ক্যামেরা সেটআপ রয়েছে বলে গুজব রয়েছে। 50 এমপি (1.6 aperture) + 2 এমপি + 2 এমপি + 2 এমপি। পিছনের ক্যামেরা সেটআপের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস ইত্যাদি। সামনে, Tecno Pova 4 Pro এ সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য একটি 8 এমপি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি
এতে রয়েছে বিশাল 6000mAh এর ব্যাটারি + 45W এর ফাস্ট চার্জিং সুবিধা। যা থেকে আপনি নরমাল ইউজ এ দুইদিনের মতো ব্যাকাপ পাবেন।

অন্যান্য
Tecno Pova 4 Pro এর বিভিন্ন কানেক্টিভিটির মধ্যে রয়েছে WiFi , Wi-Fi 802.11, b/g/n, মোবাইল হটস্পট, ব্লুটুথ – v5.1, এবং 4G, 3G, 2G। সেন্সরগুলির ভেতরে রয়েছে অ্যাক্সিলোমিটার, যাইরো, প্রক্সিমিটি, কম্পাস ইত্যাদি।

দাম
এর দাম রাখা হয়েছে ২৬,৯৯০ টাকা। যা একটু বেশি মনে হয়। কিন্তু যেহেতু এখন সকল অফিসিয়াল ফোনের দামই বেশি সেই হিসেবে মেনে নেওয়া যায়।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

The post তো আজকে লঞ্চ হয়ে গেল Tecno এর নতুন ফোন Tecno Pova 4 Pro. তো আসলে স্মার্টফোনটি কেমন? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Nh7yL4x
Post a Comment (0)
Previous Post Next Post