Facebook এর আগের ছবি পুনরায় Profile Picture এবং Cover Photo করুন আগের Reaction/Comment সহ ! সাথে আরো সুবিধা!

আসসালামু আলাইকুম !




ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !


হতে পারে তাড়াতাড়ি করে পোস্ট পড়ে আপনি পোস্টের মূল বিষয়বস্ত‌ বুঝতে পারবেন না, তাই অনুগ্রহ করে ধৈর্য্য সহকারে পুরো পোস্ট পড়ুন !




এখনকার সময়ে কার নাই ফেসবুক আইডি?🤔 স্মার্টফোন আছে আর ফেসবুক আইডি নাই এমন লোক আজকাল দেখাই যায় না।

এমন কি হয়েছে আপনার সাথে কখনো যে আগের Profile Picture বা Cover Photo তে ভালো Reaction, Comment আছে।

আপনি নতুন করে অন্য কোনো প্রোফাইল পিকচার অথবা কভার ফটো আপলোড করলেন এবং দেখলেন যে কোনো বিশেষ কাজ হলো না।

বরং আগের টার থেকে কম আর খারাপ রিয়্যাক্ট পেয়েছেন। তখন কেমন লাগবে ? তখন আপনি হয়তো আবার আগের ফটো প্রোফাইল পিকচার অথবা কভার ফটো করলেন।

কিন্তু সেই আগের প্রোফাইল পিকচার, কভার ফটো তে যে Reaction, Comment ছিলো এখন আর সেগুলো নাই। 🐸

সেই সময় মনে হয় যে যদি এমন কোনো অপশন থাকতো যার সাহায্যে আগের ফটো আবার প্রোফাইল পিকচার অথবা কভার ফটো করলে সেটার Reaction, Comment সব ফেরত আসবে ! কিন্তু আপনি সেই অপশন Facebook App এ পান না ! আর Facebook Lite এ তো পাবেন‌ই না!

তখন তো একটা আফসোস হবে যে হুদাই ফটো বদলাতে গিয়ে এই অবস্থা হলো। আবার অনেক সময় দেখা যায় যে প্রোফাইল পিকচার অথবা কভার ফটো আপলোড করার পর তার পজিশন ঠিক নাই।

যেমন : প্রোফাইল পিকচার আপলোড করলেন আপনার নিজের ফটো দিয়ে, কিন্তু দেখা গেল আপনার শুধু চোখ আর নাক দেখা যাচ্ছে আইকনে ! 🐸 আবার অনেকেই সময় দেখা যায় যে ছবি ডান বা বাম দিকে হয়ে গেছে বা শুয়ে পড়েছে !

তো এরকম সমস্যা তো কমবেশি সবাই ফেস করেছেন হয়তো। এখন দেখে এই সব সমস্যার সমাধান করতে পারবেন আপনি।

আগের প্রোফাইল পিকচার অথবা কভার ফটো তো লাইক কমেন্ট সহ আবার সেট করতে পারবেন‌ই, পাশাপাশি আরেকটি সুবিধা হলো সেটার নোটিফিকেশন আপনার সব বন্ধুদের কাছে যাবে।

এবং যারা আগের প্রোফাইল পিকচার অথবা কভার ফটো তে কোনো রিয়্যাক্ট দেয়নি তারা যদি কোনো রিয়্যাক্ট দেয় তাহলে আগের রিয়্যাকশনের সাথে সেগুলো যোগ হয়ে যাবে। যাকে বলে এক সাথে দুই কাজ।

এছাড়াও নরমালি Facebook App অথবা Facebook Lite এ আপনি Profile Picture/Cover Photo আপলোড করলে এডিটিং করার জন্য যেসব অপশন পান তার থেকেও Advanced Options পেয়ে যাবেন। এবং আরো কিছু সুবিধা।

এবার দেখে নিন কিভাবে কাজ করবেন।

আমি আপনাদেরকে আমার পুরোনো ফেসবুক আইডির বর্তমান প্রোফাইল পিকচার টার Reaction, Comment, এবং আপলোডের তারিখ এবং সময় দেখাবো।

দেখুন বর্তমান প্রোফাইল পিকচার ২৭ অক্টোবর ২০২২ এর বিকাল ৪ টা ৩৩ মিনিটে আপলোড করা‌। মোট রিয়্যাকশন হলো ৯ টা যার মধ্যে হাহা রিয়্যাক্ট উঁকিঝুঁকি করছে এবং ১ টা কমেন্ট পড়ে আছে। 🐸

এবার আমার যে আগের প্রোফাইল পিকচার নতুন করে আপলোড করবো আগের সব রিয়্যাকশন সহ !

আগের প্রোফাইল পিকচার ১৫ জানুয়ারি ২০২২ এর দুপুর ১ টা ৩১ মিনিটে আপলোড করা। মোট রিয়্যাকশন হলো ১১১ টা, কমেন্ট ২১ টা, আর ১ টা শেয়ার 🙂

আর আমি এখন এটাই নতুন করে প্রোফাইল পিকচার সেট করবো রিয়্যাকশন সহ।

প্রথমে আপনার ফোনের Chrome ব্রাউজারে গিয়ে Desktop site অপশন চালু করুন।

তারপর আপনি m.facebook.com এ আপনার ফেসবুক আইডি লগ ইন করে নিন।

এরপর আপনি URL Address এর m.facebook.com এর শুধুমাত্র m. বাদ দিয়ে সেখানে web. লিখে সার্চ করুন। অর্থাৎ আপনাকে web.facebook.com এ যেতে হবে।

একটু লোড হ‌ওয়ার পর আপনি web.facebook.com এ আপনার প্রোফাইল এ যাবেন।

এরপর আপনি আগের যেটা প্রোফাইল পিকচার বা কভার ফটো হিসেবে সেট করতে চান সেটা খুঁজে সেই ছবির ওপর ক্লিক করুন।

তারপর বা পাশের ওপরের কোনায় থ্রী ডট অপশন ( … ) পাবেন। সেটায় ক্লিক করুন।

এখন আপনি আপনার পছন্দমতো Make profile picture বা Make cover photo সেট করুন।

এরপর আপনি ইচ্ছা করলে ফটোতে কোনো Description দিতে পারবেন, প্রয়োজন হলে Photo Reposition করতে পারবেন।

ফটোর চারপাশের বর্ডার কমবেশি করতে পারবেন, ফটো Crop করতে পারবেন।

আবার ইচ্ছা করলে Make temporary করতে পারবেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য প্রোফাইল পিকচার বা কভার ফটো সেট করতে পারবেন। যার সাহায্যে নির্ধারিত সময়ের পর নিজে থেকেই প্রোফাইল পিকচার বদলে যাবে।

এসব প্রয়োজন অনুযায়ী কাজ করার পর আপনি Save অপশনে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

আপনার কাজ শেষ! এখন আপনি ফেসবুক অ্যাপে এসে প্রোফাইলে যান আর দেখুন আগের প্রোফাইল পিকচার রিয়্যাক্ট সহ সেট হয়েছে কিনা।

এই ছিলো ফেসবুকের ছোট একটি ট্রিকস যা কমবেশি সবার‌ই প্রয়োজন হয়। হয়তো পোস্ট ছোট হয়ে গেছে, কিন্তু আমি যতটুকু পেরেছি সহজভাবে বোঝানো চেষ্টা করেছি।


আরো পড়ুনঃ ↓↓↓

Facebook Professional Mode চালু করবেন কিভাবে?


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




The post Facebook এর আগের ছবি পুনরায় Profile Picture এবং Cover Photo করুন আগের Reaction/Comment সহ ! সাথে আরো সুবিধা! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3ugF8dV
Post a Comment (0)
Previous Post Next Post