শক্তিশালী জাতি গঠনে শিক্ষকদের দক্ষ করে তুলছে দ্য ব্রিটিশ কাউন্সিল টিএমটিই প্রকল্পের অধীনে ৫ম কোহর্টের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ব্রিটিশ কাউন্সিল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ‘ট্রেইনিং অব মাস্টার ট্রেইনার্স ইন ইংলিশ’(টিএমটিই) প্রকল্পের অধীনে সম্প্রতি দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রাথমিক শিক্ষকদের পঞ্চম কোহর্ট-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ঢাকা পিটিআইয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ কুমার বণিক, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং ড. উত্তম কুমার দাস, পরিচালক …

The post শক্তিশালী জাতি গঠনে শিক্ষকদের দক্ষ করে তুলছে দ্য ব্রিটিশ কাউন্সিল টিএমটিই প্রকল্পের অধীনে ৫ম কোহর্টের গ্র্যাজুয়েশন সম্পন্ন appeared first on লেখাপড়া বিডি.



from লেখাপড়া বিডি https://ift.tt/uqkcJV4
Post a Comment (0)
Previous Post Next Post