আনলিমিটেড ফ্রিতে সব সময়ের জন্য নিজের ফাইল, ডাটা, ছবি, ভিডিও স্টোরেজ ও ব্যাকাপ করে রাখার সবচেয়ে সহজ উপায়।

আমরা অনেক কিছুই আমাদের মোবাইল ফোনটাতে রাখি । যেমন ভিডিও, অডিও, ছবি, ডকুমেন্টস এবং আরও অনেক কিছু। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা পর্যয়ে আমাদের মোবাইল এর মেমোরি ফুল হয়ে যায়। যার কারনে আমরা নতুন করে ছবি তুলতে বা ভিডিও করতে সমস্যা হয়। কোন কিছু ডাউনলোড করতে সমস্যা হয় । এখন কি উপায়?
অনেক সময় দেখা যায় আমরা আমাদের অনেক স্মৃতি বা প্রয়োজনীয় ফাইল ভিডিও ডিলেট করে দিতে বাধ্য হই।
হয়তো এগোলো আমরা ডিলেট না করে কোন অনলাইন ডাটা স্টোরে ব্যাকাপ হিসাবে রেখে দিতে পারি।
কিন্তু! স্টোরেজ ব্যাকাপ রাখলে আমাদের নির্দিষ্ট একটা পরিমান ও সময়ের জন্য অর্থ প্রদান করতে হয়। যা আমাদের অনেকের জন্য পে করা সম্ভব না। তাহলে এখন আমরা কি করতে পারি?
এর খুব সহজ একটা সমাধান হচ্ছে টেলিগ্রাম মেসেজিং এপ।
আমার এই এপের মাধ্যমে সব সময়ের জন্য আনলিমিটেড ডাটা স্টোরেজ করে রাখতে পারি কোন প্রকার টাকা ছাড়াই।
১ম ধাপ :
আমাদের একটা টেলিগ্রাম এপ লাগবে এবং নিজের সিম দিয়ে একটা একাউন্ট লগইন করা থাকতে হবে ।

২য় ধাপ :
এইবার আমরা আমাদের অই আইডি দিয়ে একটা গ্রুপ খুলতে হবে। গ্রুপ্রের প্রাইভেইসি প্রাইভেট থাকবে যাতে অন্য কেউ দেখতে না পারে।

৩য় ধাপ : নিজের যেই ফাইল স্টোর করে রাখতে চান সেইগুলো আপলোড করে রাখেন। শেষ স্টোর হয়ে গেলো আপনার ডাটা ফ্রিতে। এখন যদি আপনার অই ফাইল বা ডাটা ডিলেট হয়ে যায় আপনি খুব সহজে ঐ গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

# কথা হচ্ছে আপনি ঐ গ্রুপটা নষ্ট না করলেই হলো।
# টেলিগ্রাম ডিলেট হয়ে গেলেও সমস্যা নাই।
# আবার লগইন করলে আপনি আপনার প্রাইভেট গ্রুপটি ফাইল বা ডাটাসহ পেয়ে যাবেন।

The post আনলিমিটেড ফ্রিতে সব সময়ের জন্য নিজের ফাইল, ডাটা, ছবি, ভিডিও স্টোরেজ ও ব্যাকাপ করে রাখার সবচেয়ে সহজ উপায়। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/HlY2VoB
Post a Comment (0)
Previous Post Next Post