আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তা’লার অশেষ রহমতে ভাল-ই আছেন।
আজকে আলোচনা করবো এমন একটি ওয়েবসাইট নিয়ে যে ওয়েবসাইটের মাধ্যেমে আপনি গ্রাফিক্স এর অনেক ফাইল পেয়ে যাবেন একদম ফ্রিতে। জ্বি হ্যাঁ তাহলে চলুন শুরু করা যাক।
আমরা অনেকেই কম্পিউটার দিয়ে ফটোশপের কাজ করে থাকি। এর জন্য আমাদের বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন,পোষ্টার ডিজাইন,ক্যালেন্ডার,ক্যাশ মেমো ইত্যাদির জন্য আমাদের অনেক ছবি বা আইকন ব্যাবহার করতে হয় ।
আমি আপনাদের আজ এমন এক ওয়েব সাইটের সম্পর্কে আলোচনা করবো যে ওয়েবসাইটে আপনারা পাবেন বিভিন্ন প্রকার প্রয়োজনিয় আইকন Png ফাইল , এডোবি ফটোশোপের গ্রাফিক্ম ডিজাইনের Psd ফাইল ,লোগো ডিজাইন,ভেক্টর আর্ট ডিজাইন,পোষ্টার আইকন,বিজনেস কার্ড,নবান্ন উৎসব ব্যানার ডিজাইন , জন্ম সরনিকা,মহান স্বাধীনতা দিবস/ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/বিজয় দিবসের পোস্টার/ব্যানার ডিজাইন,বাংলাদেশ রাজনীতিবিদদের ছবি সহ আরো অনেক প্রয়োজনিয় গ্রাফিক্স ডিজাইন এর ফাইল পাবেন এই ওয়েবসাইটে।
সেই সাথে আরো পাবেন বাংলা ,ইংলিশ এবং আরবি ফন্ট, বিভিন্ন কোর্স,সিভি ডিজাইন,আবেদন ফরম,হাতের লেখার কোর্স,কম্পিউটার কোর্স সহ আরো অনেক কিছু।
তো আপনি এই ওয়েবসাইটটি বিজিট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
তারপর আপনি দেখতে পাবেন অনেক গুলো গ্রাফিক্স ডিজাইন এর ফাইল যা একদম বাংলায়।
এই ওয়েবসাইট থেকে আপনি যেকোন গ্রাফিক্ম ডিজাইন ফাইল গুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
যেকোন ফাইল অতি সহজে পেয়ে যাবার জন্য প্রত্যেক ফাইলগুলো আলাদা -আলাদা ক্যাটাগরিতে সাজিয়ে রাখা হয়েছে।
এই ওয়েবসাইটিতে যেগুলো ক্যাটাগরি রয়েছে তা হলো: Logo, Icon, Handwriting ,print ,Desigen, Fetured ,Font ,Psd Style,Png, Pattern, Infograpicsh.
গ্রাফিক্স ডিজাইন করার জন্য এই ওয়েবসাইটটি আপনার কাজ করে দিবে অতি সহজ ও সুন্দর ।তাই গ্রাফিক্ম ডিজাইনের জন্য এই ওয়েব সাইটটির ভুমিকা অপিহার্য ।
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
তো আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু
আমার সাথে যোগাযোগ করতে চাইলে :
সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন আর নিয়মিত ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ
আল্লাহ হাফেজ
The post গ্রাফিক্স ডিজাইনের সকল ফাইল গুলো ডাউনলোড করে নিন এই ওয়েবসাইট থেকে(Png,psd,vector etc Download Now) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/SMWrZ8C