AI এর মাধ্যমে, আপনার নিজের “ছবি” দিয়ে লেখা থেকে পুরুষ ও মহিলা ভয়েস কন্ঠে ভিডিও ক্লিপ তৈরি করুন। (আপনার ছবি কথা বলবে)

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন অনেকদিন পর আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম।

আজকের পোস্টে দেখবো যে কিভাবে আমরা আমাদের যে ছবি বা ফটো আছে সেটাকে একটি এআই এর মাধ্যমে কথা বলাবো.

এবং এটি মনে হবে পর একটি মানুষ কথা বলছে এটা আপনি লেখা থেকে ভয়েস দিতে পারবেন অথবা আপনার নিজের ভয়েস দিয়েও করতে পারবেন.

উল্টাপাল্টা কমেন্ট করে দের উদ্দেশ্যে কিছু কথা!

কিছু না বুঝলে আমাকে জানাবেন আমি ঠিক করে দেব কিন্তু আন্দাজে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে প্রতিটা কমেন্টে রিপোর্ট করা হবে।

আপনাদের অনেকের মনে হতে পারে যে আমি হয়তোবা এখানে কোন ডাউট করছি, আপনাদের যাতে এরকম চিন্তা ভাবনা না আসে সেজন্য, 

আমি আমার নিজের ছবি দিয়ে দেখাবো যাতে আপনাদের কোন ডাউট না থাকে।

 

তো চলুন শুরু করা যাক!

প্রথমে আপনারা আমার পোস্টের নিচে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন।

এখানে যে লিংকটা দেখছেন এটাতে আপনার ওপেন করে নিবেন অথবা আমার পোস্ট থেকে ওপেন করে নিবেন কারণ এখানে যে লিংকটা দেখানো হচ্ছে মাঝে মধ্যে এটা ডাউন হয়ে থাকে।

এখানে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে, একাউন্ট তৈরি করার জন্য উপরের দেখানো যে Man Option আছে, এটাতে ক্লিক করে দিবেন।

 

 

তারপর এখানে দেখতে পারবেন লগইন অথবা সাইনআপ বলে একটি অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে এরকম একটি পেজ দেখতে পারবেন।

 

 

তারপর এখানে প্রথমে যে প্লাস অপশন দেখতে পারছেন এবং সেখানে অ্যাড Add বলে একটা লেখা আছে এখানে ক্লিক করে দেবেন.

এরপর আপনি যে ছবি থেকে কথা বলতে চান সেই ছবিটি এখানে আপলোড করে দিবেন.

তো আমি আমার যে ছবিটি সেটা এখানে আপলোড করে দিলাম.

 

এরপর এখানে কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে এখন আমার কথা বলে ভালোভাবে লক্ষ্য করুন!

এখানে প্রথমে স্ক্রিপ্ট বলে যে অপশন আছে  আপনার যে লেখাটি আছে অর্থাৎ আপনি আপনার ছবি টিক  যে লেখা দ্বারা কথা বলাতে চান সেই লেখাটি এখানে লিখে দিবেন। তারপর নিচে এসে দেখবেন যে একটি কান্ট্রি অপশন আছে সেখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিবেন এরপর আপনি যদি ছেলে হন তাহলে Male সিলেক্ট করবেন এবং মেয়ে হলে ফিমেল Famle সিলেক্ট করবেন.

 

 

 

 

এরপর এখানে যে জেনারেট ভিডিও একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দিবেন,

 

তারপর এইরকম পেজ আসবে।

এর পর আবার এখানে জেনারেট অপশন আছে সেটাতে আবারও ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন।

 

তারপর আপনার ভিডিওটি এখানে তৈরি হবে তৈরি হলে আপনাকে ভিডিওর পেইজে নিয়ে যাওয়া হবে।

দেখুন এখানে আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন এখানে আপনি ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনার ভিডিওর উপরে ক্লিক করে দেবেন।

এবং সেখানে ডাউনলোড অপশন দেখবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

আমি যদি এখন আমার ছবি থেকে বানানো ভিডিওটা আপনাদের দেখাই, তো দেখুন😂😁

😂😂😂😂 তো ভাইসব দেখতেই পারলেন, আমার নিজেরেই সরম লাগতেছে, বাট আপনাদের বিশ্বাস করানোর জন্য দেখাতেই হলো।

 আমার মনে হয় আমি যেভাবে বুঝিয়েছি, কারোর না বোঝার কথা নয়!

তারপর বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন ঠিক করে দেবো।

ওয়েবসাইট লিংকঃ https://studio.d-id.com/

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

কম দামে Friendly Ui Desgine  ইমেইল স্ফুফিং এর ওয়েবসাইট এর সোর্স কোড সেল করবো, কারো লাগলে আমাকে টেলিগ্রাম এ নক করতে পারেন।

আজকের পোস্ট এপর্যন্ত সবাই ভালো থাকবেন, Trickbd এর সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।

The post AI এর মাধ্যমে, আপনার নিজের “ছবি” দিয়ে লেখা থেকে পুরুষ ও মহিলা ভয়েস কন্ঠে ভিডিও ক্লিপ তৈরি করুন। (আপনার ছবি কথা বলবে) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3szrn7x
Post a Comment (0)
Previous Post Next Post