ঔষধের দাম ও নাম জেনেনিন | ওষুধের দাম জানার উপায়


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেকোনো ঔষধের দাম মোবাইল দিয়ে খুব সহজে বের করবেন।
আমরা সচারাচর যখন ঔষধ কিনে থাকি তখন কিন্তু ঔষধের গায়ে কিন্তু দাম লেখা থাকেনা ফলে ঔষধের দামটাও জানতে পারিনা।
ফলে ফার্মেসি থেকে ঔষধের দামটা বেশি রাখলেও সেটা আমরা বুঝতে পারিনা,কিন্তু এখন থেকে আপনারা চাইলে খুব সহজে যেকোনো ঔষধ কেনা আগে নিজে নিজে সেই ঔষধের দামটি বের করতে পারবেন।
তো এর জন্য আপনাদের ফোনটিতে একটা অ্যাপস ইনস্টল করতে হবে যেটা আপনারা প্লে-স্টোরে পেয়ে যাবেন।
তো নিচের স্কিনশর্ট ফলো করুন।
আমি আপনাদের Alat এর সেটিরিজেন 10 এই ঔষধটির দাম বের করে দেখাচ্ছি

নিচের অ্যাপটি ইনস্টল করুন

এবার Next ক্লিক করুন

এবার ভাষা বাংলা সিলেক্ট করেদিন

ডাটাবেস ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ডাউনলোড শেষে ঐষধ সার্চ ক্লিক করুন

সার্চবারে ঔষধ নাম লিখে সার্চ দিন এবং আপনার সেই কোম্পানির ঔষধটি সিলেক্ট করুন

ব্যবহারসমুহে ক্লিক করুন

কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এখানে সেটা দেওয়া রয়েছে

কিভাবে এটা গ্রহণ করবেন এটাও দেওয়া রয়েছে

ঔষধের দাম জানতে ক্লিক করুন

দেখুন এখানে বর্তমান আপডেট যে দাম চলছে ঔষধের সেই দামটিই এখানে দেওয়া রয়েছে।

আশাকরি বুঝতে পেরেছেন না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
Upay একাউন্ট খুলে ফ্রিতে ৫৫ টাকা বোনাস নিয়েনিন

বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post ঔষধের দাম ও নাম জেনেনিন | ওষুধের দাম জানার উপায় appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/6Z7oIyu
Post a Comment (0)
Previous Post Next Post