PixelLap অ্যাপ ইউজাররা JSC রেজিস্ট্রেশন কার্ড তৈরি করুন । সাথে PLP নিয়ে নিন ফ্রিতেই 🔥

আসসালামু আলাইকুম। 

আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন এর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

ডিজাইন করতে কার না ভালো লাগে? অনলাইন জগতের প্রায় প্রত্যেকটি মানুষই চায় নিজে নিজে কিছু তৈরি করার। আর সেটা যদি হয় ডিজাইন, তাহলে তো আরো ভালো লাগে। সেই দিক থেকেই মাঝে মাঝে যখন বসে থাকি তখন কিছু ডিজাইন নিজে নিজেই Re-create করার চেষ্টা করি।

আজকে আমার Re-create করা একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। 

আমার আজকের ডিজাইনটি হচ্ছে Mymensingh Education Board এর JSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড। ডিজাইনটি আপনারা চাইলে নিজের ইচ্ছামত Edit করতে পারবেন। চাইলে নিজের সকল তথ্য দিয়ে সম্পূর্ণ রেজিস্ট্রেশন কার্ড তৈরি করতে পারবেন।

[সতর্কীকরণ: কেউ এই রেজিস্ট্রেশন কার্ড টি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করবেন না। শুধুমাত্র বন্ধুদের সাথে মজা নেওয়ার জন্য ব্যাবহার করবেন। এই ডিজাইনটি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করলে ডিজাইনার অথবা ট্রিকবিডি কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়] 

জেএসসি রেজিস্ট্রেশন কার্ড তৈরি করতে কি কি লাগবে?

JSC রেজিস্ট্রেশন কার্ড তৈরি করতে লাগবে –

  ১। PixelLap অ্যাপ।

  ২। JSC রেজিস্ট্রেশন কার্ড PLP ফাইল

  ৩। একটি Android মোবাইল।

  ৪। প্রয়োজনীয় তথ্য।

কিভাবে রেজিস্ট্রেশন কার্ড টি তৈরি করবো?

জেএসসি রেজিস্ট্রেশন কার্ড টি তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরন করুন –

ধাপ ১: প্রথমে PixelLap অ্যাপটি Open করুন। নিচের ছবির মতো দেখতে পারবেন।

ধাপ ২: তারপর নিচের ছবির মতো দেখানো (থ্রি ডট) অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: এবার একটি লিস্ট আসবে। এখান থেকে “open .plp file” লেখাতে ক্লিক করুন।

ধাপ ৪: এখানে নিচের ছবির মতো [.PLP] লেখার উপর ক্লিক করুন।

ধাপ ৫: এই ধাপে আপনি একটু আগে যে plp ফাইলটি ডাউনলোড করছেন সেটি মেমোরি থেকে নির্বাচন করুন।

ধাপ ৬: এইবার নিচের মত “OPEN AND ADD” লেখায় ক্লিক করুন।

ধাপ ৭: এরপরে নিচের মত BACK বাটনে ক্লিক করুন।

ধাপ ৮: এই স্টেপে দেখবেন সম্পূর্ণ রেজিস্ট্রেশন কার্ড টি আপনার সামনে আসবে। এখান থেকে আপনি নিচের ছবির মতো দেখানো Layer বাটনে ক্লিক করুন।

ধাপ ৯: দেখতেই পাচ্ছেন অনেকগুলো লেয়ার চলে আসছে। এখান থেকে আপনার যে অপশনগুলো এডিট করা প্রয়োজন সেই লেয়ারের উপর ক্লিক করে নিজের ইচ্ছামত এডিট করে নিন।

ধাপ ১০: এডিট করা শেষ হলে নিচের ছবির মতো Save আইকনে ক্লিক করুন।

ধাপ ১১: এবারে “Save as image” এ ক্লিক করুন। 

ধাপ ১২: নিচের মত আসবে। এখন “Save to Gallery” তে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। রেজিস্ট্রেশন কার্ড টি আপনার মেমোরি তে সেভ হয়ে গেছে।

আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর একটু সময় পেলে আমার সাইটটিতে ঘুরে আসবেন।

ধন্যবাদ সবাইকে।

The post PixelLap অ্যাপ ইউজাররা JSC রেজিস্ট্রেশন কার্ড তৈরি করুন । সাথে PLP নিয়ে নিন ফ্রিতেই 🔥 appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/tZ5wlUI
Post a Comment (0)
Previous Post Next Post