[ফেসবুক আপডেট] ৩০ দিন পরে মুছে ফেলা হবে ফেসবুক লাইভ ভিডিও.

আসসালামু আলাইকুম।  আশা করি সবাই ভাল আছেন।   ট্রিকবিডিতে আরেকটি পোষ্ট নিয়ে হাজির হলাম।  পোস্টের টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে পোস্টটি কি নিয়ে হতে চলেছে।  আমি আপনাদেরকে আরেকটি প্রযুক্তি আপডেট দিতে হাজির হয়েছি।  তবে আপনাদের যদি হাতে সময় না থাকে কিংবা এই পোস্টটি সংক্ষিপ্ত আকারে পড়তে চান তাহলে এখানে ক্লিক করে পড়ে নিন।  তো চলুন শুরু করা যাক। 

 

এই প্রযুক্তি নির্ভুল বিশ্বের রাজত্ব করে চলেছে বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানি । কিন্তু 2025 সালটার  দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বড় বড়  টেপ জায়ান্ট কোম্পানিগুলো  প্রতিনিয়ত তাদের নীতিমালায় পরিবর্তন ঘটিয়ে চলেছে।  কিছুদিন পরপরই একের পর এক আপডেট আনছে তারা।  এটা ব্যবহারকারীদের জন্য ভালো সংবাদ আবার  খারাপ সংবাদ উভয়ই বয়ে আনছে।  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসছে।  তেমনি কিছুদিনের মধ্যেই একটি বড় আপডেট নিয়ে এসেছে ফেসবুক। আপডেটটি হল,  ৩০ দিন পরে লাইভ ভিডিও মুছে ফেলে দিবে ফেসবুক। এ আপডেটটি অনেকের জন্যই দুঃখের সংবাদ হয়ে উঠতে পারে।  চলুন বিস্তারিত জানা  যাক।

আমাদের মধ্যে যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করেন,  কিংবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তারা  মাঝে মাঝেই ফেসবুকে  লাইভ ভিডিও আপলোড করে থাকেন।  আর লাইভ টি যখন শেষ হয়ে যায় তখন সেই লাইভ ভিডিওটি ফেসবুকে পেজে কিংবা আইডিতে সংরক্ষিত থাকে।  কিন্তু দুই তিন দিন আগেই এই লাইভ ভিডিও সংরক্ষণ নীতির ওপর একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে মেটা।  এখন আর ব্যবহারকারীরা তাদের তৈরি করা লাইভ ভিডিও দীর্ঘদিন ফেসবুকে সংরক্ষণ করে রাখতে পারবে না।  ফেসবুকে লাইভ ভিডিও আপলোড করার দিন থেকে ৩০ দিন পরে সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এই কাজটি ফেসবুকের বট বা রোবট স্বয়ংক্রিয়ভাবে করবে। ফেসবুক বোর্ড স্বয়ংক্রিয়ভাবেই লাইভ ভিডিও মুছে ফেলবে।  আর এই আপডেটটি বাস্তবায়ন হয়েছে গত 19 ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে। 

ফেসবুক কর্তৃপক্ষ বলেছে যে ভিডিও ডিলিট করার আগে ভিডিও নির্মাতা কে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

 আগের ফেসবুক লাইভগুলো কি ডিলিট করে দেওয়া হবে? 

 এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন  হয়তো ঘুরপাক খেতে পারে ,  যে এই আপডেটটি ফেসবুকে নতুন এসেছে।  তাহলে এই আপডেট আসার পূর্বে ফেসবুকে আপলোড করা লাইভ গুলা কি মুছে ফেলা হবে? 

 উত্তর হিসেবে বলতে পারি যে হ্যাঁ।  আপনি যদি এর আগে ফেসবুকে লাইভ করে থাকেন  আর সে লাইভগুলো যদি ৩০ দিনের বেশি হয়ে থাকে তাহলে সেই লাইভ গুলা ফেসবুক মুছে দিবে।  আর যদি ৩০ দিনের বেশি না হয় তাহলে  ৩০ দিন পূর্ণ হওয়ার পরে সে লাইভ গুলা ফেসবুক মুছে দিবে। 

 

 পূর্বে লাইভ করা ভিডিও কিভাবে সংরক্ষণ করব? 

 যেহেতু ফেসবুক এই আপডেটটি নিয়ে এসেছে।  আর পূর্বে অনেক কন্টেন্ট ক্রিয়েটরি ফেসবুকে লাইভ ভিডিও আপলোড করেছে।  তাই সবাইয়ের মাথায়ই একটাই প্রশ্ন যে এই ভিডিওগুলো কিভাবে আমরা সংরক্ষণ করব?  

 আসলে আগামী অল্প কয়েক মাসের মধ্যেই ফেসবুক এইসব লাইভ ভিডিও গুলো মুছে ফেলবে।  কিন্তু যেহেতু এটা ফেসবুকের নতুন আপডেট তাই ফেসবুক কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে ক্রিয়েটরদের জানিয়ে দিবে।  এবং তাদের কে এইসব ভিডিওগুলা সংরক্ষণ করার জন্য ৯০ দিন সময় দেওয়া হবে।  এ 90 দিনের মধ্যে ব্যবহারকারীরা তার লাইভ ভিডিও গুলা ডাউনলোড করে নিতে পারবে।  এছাড়াও তারা ভিডিওগুলা  গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সংরক্ষণ করতে পারবে। 

এছাড়াও ফেসবুক আরও একটি অতিরিক্ত সুবিধা দিয়ে থাকবে যেটা হলো,  ব্যবহারকারী চাইলে তার লাইভ ভিডিও গুলো ফেসবুক  রিলস  এ  পরিণত করতে পারবে।  এবং সেগুলো  তার অনুসারীরাও দেখতে পারবে।  আর এই রিল্স গুলা ফেসবুক প্রোফাইলেই দেখা যাবে।

কিভাবে এই ভিডিওগুলা ডিভাইসে সংরক্ষণ করব? 

 ব্যবহারকারীকে ভিডিওগুলো সংরক্ষণ করানোর জন্য মেটা কিছু নতুন টুলস চালু করেছে।  যার মাধ্যমে ব্যবহারকারী তার লাইভ ভিডিও গুলো নিজের ডিভাইসে সংরক্ষণ করতে পারবে।  এর জন্য প্রথমে আপনি যে ভিডিওটি সংরক্ষণ করতে চান সে ভিডিওটি যে প্রোফাইলে বা পেজে আছে সেখানে লগইন করে নিতে হবে।  অতঃপর ভিডিওটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে “ডাউনলোড অপশন” নামে একটি অপশন দেখা যাবে।  সেখানে ক্লিক করলে ব্যবহারকারী তার ভিডিওগুলো ডাউনলোড করতে পারবে। এছাড়াও ব্যবহারকারী চাইলে একসঙ্গে একাধিক ভিডিও সংরক্ষণ করতে পারবে।  এর জন্য  ব্যবহারকারীকে “ এক্টিভিটি লগ”  অপশনে যেতে হবে।  এরপরে যে তারিখ পর্যন্ত ভিডিও সংরক্ষণ করতে চান সে তারিখ সিলেক্ট করতে হবে।  তারপরে ডাউনলোড এ ক্লিক করলে আপনার ভিডিওগুলা আপনার কাঙ্খিত ডিভাইসে সংরক্ষণ হয়ে যাবে। 

 আশা করি আজকের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে।  আর আমি মনে করি এই পোস্টটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে।  যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে একটাই লাইক করুন আর ট্রিকবিডির সাথেই থাকুন।  কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।  ধন্যবাদ।

🎉 প্রশ্ন-উত্তর করে ইনকাম 🎉

প্রশ্ন-উত্তর করে ইনকাম করার জন্য ভিজিট করুণ
WWW.EASYANSWER.TOP

✅ প্রশ্ন-উত্তর করার পূর্বে অবশ্যই এই পোস্টটি পড়ুন।

🔥৮০ প্রশ্ন ও ৮০ উত্তর (৫০ টাকা)🔥

তাই দেরি না করে এখনই ভিজিট করুন Easyanswer🚀

#  Visit: Easyanswer 

 

The post [ফেসবুক আপডেট] ৩০ দিন পরে মুছে ফেলা হবে ফেসবুক লাইভ ভিডিও. appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/PI9M8Qq
Post a Comment (0)
Previous Post Next Post