১ মিনিটেই বের করে ফেলুন আকাশে থাকা যে কোন প্লেনের লাইভ লোকেশন.

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।  ট্রিক বিডিতে আরেকটি নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।  আশা করি টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কি নিয়ে আলোচনা করা হবে।  আজকে আমরা জানবো যে আকাশে অবস্থান করা যে কোনো প্লেনের লাইভ লোকেশন নিয়ে।  চলুন শুরু করা যাক। 

 

 আমাদের আকাশে প্রতিদিন হাজার হাজার প্লেন চলছে।  এই প্লেনগুলো বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়মিত ভাবে চলাচল করে।  কিন্তু আমরা অনেকেই জানিনা যে আমরা চাইলেই এই প্লেনগুলোর লোকেশন খুব সহজেই  জানতে পারি।  এছাড়াও আমরা জানতে পারবো যে প্লেনটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে।  প্লেনের উন্নয়নের সময় এবং বিমানবন্দরে অবতরণের সময় আমরা জানতে পারবো।  আরো অনেক কিছুই আমরা জানতে পারবো।  এ সকল বিষয়ে জানার জন্য প্রথমে আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে।  ওয়েবসাইটের নাম Flight Radar 24 এই ওয়েবসাইটির মাধ্যমেই আমরা প্লেনের সফল তথ্য জেনে নিতে পারবো। 

তো আমি ওয়েবসাইটে প্রবেশ করেছি।  প্রবেশ করার পরে একটি বিমান সিলেক্ট করেছে।  এখন আমি উপরের ছবিতে অনেকগুলো করে রেখেছি এবং নাম্বার দিয়ে রেখেছি।  তো চলুন এ নাম্বার গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। 

 

  # নাম্বার ১. 

 উপরের ছবিতে এক নম্বর নির্দেশ করা বক্সটিতে আমরা জানতে পারবো যে আমি বিমানটি সিলেক্ট করেছি সেটার নাম।  এবং সেই বিমানটির মডেলের নাম।  এক নম্বর মার্ক করা জায়গাটির মাধ্যমে আমরা বিমানের নাম এবং মডেল সম্পর্কে তথ্য জানতে পারবো। 

 

# নাম্বার ২.

 দুই নাম্বার মার্ক করা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিমানের ছবি দিয়ে রয়েছে।  মূলত এই ছবিটির মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা যে বিমানটি সিলেক্ট করেছি সে ব্যবহারটি দেখতে কেমন।  অর্থাৎ ওই জায়গায়  বিমানের কিছু ছবি দেওয়া থাকবে। 

 

# নাম্বার ৩.

নাম্বার ৩ এ আপনারা দেখতে পারছেন যে কিছু লেখা আছে।  মূলত এখানে লেখা আছে বিমানটি কোথা থেকে  উড্ডয়ন করেছে আর  কোথায় অবতরণ করবে।  উপরের ছবিতে আপনারা দেখতে পারছেন প্রথমে সংক্ষিপ্ত আকারে লেখা আছে DAC = Dhaka । এর মাধ্যমে বোঝানো হয়েছে যে বিমানটি ঢাকা থেকে উড্ডায়ন করেছে।  আবার তার পাশে লেখা আছে DMM = Dammam । এর মানে বিমানটি দাম্মামে অবতরণ করবে।  অর্থাৎ  তিন নম্বর  বক্সটির মাধ্যমে আমরা জানতে পারি  বিমানটি কোথায় উড্ডয়ন করবে এবং কোথায় অবতরণ করবে।

 

# নাম্বার ৪.

 চার নম্বর  বক্সে অনেকগুলো সময় লেখা আছে।  এর মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অপেক্ষা করুন।  আপনারা দেখতে পারছেন যে উপরের ছবিতে ঢাকার নিচে  রয়েছে প্রথমে SCHEDULED  ২ঃ ২৫ । এর মানে হল বিমান টির ঢাকা থেকে  উড্ডয়ন করার কথা ছিল  দুপুর দুইটা পঁচিশ মিনিটে।  আর দেখবেন তার নিচে লেখা আছে  Actual ২ঃ ৫৫ ।  এর মানে হলো  বিমানটি দুইটা ৫৫ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে  উড্ডয়ন করেছে।  আবার দাম্মামের পাশে লেখা আছে SCHEDULED ৫ঃ ৫০ । এর মানে হল বিমানটি দাম্মামে অবতরণ করার কথা 5:50 এ।  নিচে Actual  এর ঘরে কিছু লেখা নেই।  এর মানে বিমানটি কখন অবতরণ করবে সে বিষয়ে কোনো লাইভ তথ্য এখনো ওয়েবসাইটের কাছে নেই।  তবে বিমানটি  উড্ডয়ন করার  অল্প কিছু সময়ের মধ্যেই  একচুয়াল সময় দিয়ে দেওয়া হয়।  মূলত আমি যে বিমানটি সিলেক্ট করেছি সেটা অল্প কিছুক্ষণ আগেই ঢাকা থেকে  উড্ডয়ন করেছে তাই এখনো  অবতরণের একচুয়াল টাইম দেওয়া হয় নাই।

আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই বক্সগুলোর নিচে একটি লাইনের মত দেওয়া আছে এবং সেখানে একটি বিমানের ছবি দেওয়া আছে।  এই বক্সটির মানে হল বিমানটি কতটুকু পথ অতিক্রম করেছে আর কতটুকু পথ অতিক্রম করা তার বাকি আছে।  আমার ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে প্রথম দিকে লেখা আছে ১১ কিলোমিটার এর মানে হল বিমানটি ১১ কিলোমিটার পথ অতিক্রম করেছে।  আর লাইনের  শেষের দিকে দেখবেন লেখা আছে ৪০৮৭  কিলোমিটার।  এর অর্থ হলো যে বিমানটি আর ৪০৮৭  কিলোমিটার পথ অতিক্রম করবে।  বা করা বাকি আছে। 

#নাম্বার ৫.

  ৫ নাম্বার বক্সে দেখবেন যে অনেকগুলো তথ্য দেওয়া আছে।  অর্থাৎ এখানে লেখা আছে যে বিমানটি কোন ধরনের ।  আবার বক্সের নিচে দেখবেন যে লেখা আছে Military or Goverment । এর মানে হলো বিমানটি সামরিক বিমান।  প্রথম চিত্র আমি যে বিমানটি দেখিয়েছিলাম সেটা একটু বিমান ছিল আর আমি এখন আরেকটি বিমান  সিলেট করেছি তাই এখন এটা দেখাচ্ছে।  প্রথম চিত্রে আমি যে বিমানটি সিলেক্ট করেছিলাম সেটার ক্ষেত্রে লেখা ছিল  Passenger  বিমান।  এখন আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে এ তথ্যগুলো আমি আবার কোথা থেকে পেলাম।  আমি যে বক্সটি প্রথম দিকে দেখিয়েছিলাম  সেটাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই এই নতুন বক্সগুলো পাওয়া যাবে। 

 

# নাম্বার ৬.

 ৬ নম্বর বক্সে আমরা যেগুলো দেখবো সেটি হল বিমানটি ভূমি থেকে কত উচ্চতায় রয়েছে।  দেখুন উপরে চিত্রে আমি যে বিমানটি সিলেক্ট করেছি সেটা ভূমি থেকে ২২২৫   ফুট  উচ্চতায় রয়েছে।  এখন আপনারা  হয়তো অনেকেই বলতে পারেন  যে  বিমানটি এত কম হচ্ছে তাই কেমন করে রয়েছে।  আসলে বিমানটি  আর অল্প কিছুক্ষণ পরেই অবতরণ করবে সেজন্য উচ্চতা কম রয়েছে। 

 

# নম্বর ৭.

 সাত নম্বর বক্সে  আমি যে চিহ্নটি দেখেছি সেটা মূলত একটি  স্টার চিহ্ন জন্য রয়েছে।  এই স্টার চিহ্ন মানে আপনি চাইলে বিমানটিকে ফেভারিট এর তালিকায়   সিলেক্ট করে রেখে দিতে পারেন।  পরবর্তীতে আপনি  খুব সহজেই বিমানটি খুঁজে নিতে পারে।  তবে এর জন্য আপনাকে প্রথম ওয়েবসাইটে লগইন করে নিতে হবে।  তারপরেই আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।  আর আপনি যদি ফ্রি একাউন্ট তৈরি করেন তাহলে আপনি শুধুমাত্র একটি বিমান ফেভারিট এর তালিকায় রাখতে পারবেন।  একের অধিক বিমান ফেভারিট এর তালিকায়  রাখতে হলে আপনাকে টাকা প্রদান করতে হবে।  আমি মনে করি আপনাদের হয়তো কারোর ফেভারিটের তালিকায় বিমান রাখার প্রয়োজন হবে না।  শুধুমাত্র আপনাদের জানার জন্যই কথাটি বললাম। 

 

  আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমি যে বিমানটি সিলেক্ট করেছি তার পেছন দিয়ে একটি লাইনের মত দেখাচ্ছে।  মূলত এর মানে হল বিমানটি কোন পথে এসেছে সেটা দেখিয়েছে।  এর মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে বিমানটি কোন পথ দিয়ে এসেছে। 

 আপনি যে এখানে শুধু বিমানের  লাইভ লোকেশন ই দেখতে পারবেন তাই নয়। এখান থেকে আপনি হেলিকপ্টারের ও লাইভ লোকেশন দেখতে পারবেন। এবং আপনি একটি প্লেন থেকে যেচে তথ্য পেয়েছিলেন হেলিকপ্টার থেকেও একই তথ্যই পাবেন।  শুধুমাত্র  এয়ারক্রাফ্ট ক্যাটাগরি এর জায়গায় আগে ছিল সামরিক/  প্যাসেঞ্জার বিমান আর এখন দেখাবে হেলিকপ্টার।  

 

 এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিশ্বের যে কোন প্রান্তে যে কোন জায়গায় থাকা বিমান এর লোকেশন দেখতে পারবেন।  এবং জানতে পারবেন বিমানটি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে।  তবে আমার জানা মতে এই ওয়েবসাইট থেকে আপনি কোন যুদ্ধবিমানের লোকেশন জানতে পারবেন না।   তাই আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনি  ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। 

 আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের  ভালো লেগেছে।  যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যান।  আর এমন পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

  আর আপনারা যদি প্রশ্নোত্তর করে ইনকাম করতে চান তাহলে আমার ওয়েবসাইট Easyanswer.top এ ভিজিট করতে পারেন।  আমার ওয়েবসাইট Easyanswer  থেকে  প্রতিনিয়ত মানুষ কাজ করে যাচ্ছে।  এখানে আপনি প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।   আপনি ৫০০  পয়েন্ট অর্জন করলে ৫০  টাকা উত্তোলন করতে পারবেন।  আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি ৫০  পয়েন্ট ফ্রি পেয়ে যাবেন।  বর্তমানে ২০০+  সদস্য এ  কাজ করছে।  আপনি যদি থেকে  প্রশ্ন- উত্তর করে ইনকাম  করার পূর্বে  এই পোস্টটি পড়ে তারপরে কাজ শুরু করবেন[ আবশ্যিক]।  আপনি যদি ইনকাম করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভিজিট করুন  Easyanswer.top। 

#*
Visit: Easyanswer

 

The post ১ মিনিটেই বের করে ফেলুন আকাশে থাকা যে কোন প্লেনের লাইভ লোকেশন. appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/YmVbq4D
Post a Comment (0)
Previous Post Next Post