যেকোনো ভিডিওতে যেকারো ছবি বা চেহারা যুক্ত করুন

যেকোনো ভিডিওতে যেকারো ছবি বা চেহারা যুক্ত করুন



আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেকোনো ভিডিওতে যেকারো ছবি বা চেহারা যুক্ত করবেন। বর্তমানে এ ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে টেন্ডিং এ রয়েছে। তো কিভাবে তৈরি করবেন চলুন শুরু করা যাক।
প্রথমে Viggle Ai অ্যাপটি ইনস্টল করুন।

ইনস্টল শেষে ওপেন করুন।

এখানে ক্লিক করুন।

এরপর গুগল দিয়ে সাইন ইন করুন।

এবার + অফশনে ক্লিক করুন

প্রথম যে অফশন সেখানে ক্লিক করবেন।

Character এ যার ছবি দিয়ে ভিডিও করবেন তার ছবি আপলোড করুন এবং Add Motion Video এখানে যে ভিডিওতে ছবিটা যুক্ত করতে চান সে ভিডিও আপলোড করুন।

এমনকি Generate এ ক্লিক করুন।

দেখতে পাবেন Generate হচ্ছে একটু অপেক্ষা করুন।

ভিডিও তৈরি হয়ে গেলে ক্লিক করুন।

ভিডিও সেভ করতে এবার এ অফশনে ক্লিক করুন।

Download এ ক্লিক করুন।

তাহলে সেভ হয়ে যাবে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH


সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post যেকোনো ভিডিওতে যেকারো ছবি বা চেহারা যুক্ত করুন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/1ZnT3Fc
Post a Comment (0)
Previous Post Next Post