নিজে অ্যাপ তৈরি করুন খুব সহজে appsgeyser দিয়ে [part1]

হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন,আসা করি ভালো।আপনাদের দোয়ায় এবং Trickbd সাথে থেকে আমিও ভালো আছি।
এটা আমার ১ম পোস্ট তাই ভুলক্রুটি হলে ক্ষমা করে দিবেন ভাই হিসেবে।আজকে ১ম পোস্টটা করলাম অ্যাপ তৈরি নিয়ে কারন,অ্যাপ দিয়ে মানুষের লাইফে ভালো পরিমান ইনকাম হয়।
আমি আপনাদের অ্যাপ তৈরি করা admob দিয়ে অ্যাপ এ অ্যাড বসানো সব দেখাবো ২টা পর্বে।আমরা যে সাইট থেকে অ্যাপ বানাবো তার নাম হলও appsgeyser. আর কথা বলবো না চলুন শুরু করা যাক।
আপনারা ১ম এ এই লিংকে গিয়ে লগিন এ ক্লিক করে রেজিস্টার করে নিবেন।তারপর লগিন করবেন এই রকম আসবে

create অ্যাপ এ ক্লিক করুন এ রকম আসবে

আপনি এখান থেকে popular,new,web,media.content অ্যাপ বানাতে পারবেন,আমি ওয়েবসাইট এর অ্যাপ বানাবো তাই ওয়েবসাইট এ ক্লিক করলাম এ রকম আসবে


আপনার ওয়েবসাইট এর লিংক দিন তারপর next এ ক্লিক করুন এই রকম আসবে

অ্যাপ এর নাম দিয়ে next এ ক্লিক করুন এই রকম আসবে

descripton দিয়ে next এ ক্লিক করুন এই রকম আসবে

icon দিয়ে next এ ক্লিক করো এই রকম আসবে

তারপর create এ ক্লিক করলে আপনার অ্যাপ তৈরি হয়ে যাবে।এভাবে আপনারা সব ধরনের অ্যাপ বানাতে পারবেন।এর পরের পর্বে দেখাবো কি করে অ্যাপ এ admob এর অ্যাড বসাবেন।
সবাই ভালো থাকবেন,Trickbd এর সাথেই থাকবেন।কোনও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন,আল্লাহ্‌ হাফেজ।

Trickbd support:-


[Trickbd সাপোর্ট ভাইয়েরা এটা আমার হাতে লেখা পোস্ট তাই দয়া করে কপি পোস্ট মনে করবেন না]

from Trickbd.com https://ift.tt/2zncmeE
إرسال تعليق (0)
أحدث أقدم