( updated)এবার ইন্টারনেট খরচ কমাবে No Root FireWall. আপনি যে এপসকে বলবেন শুধু সেই এপই নেট ব্যবহার করবে।

কেমন আছেন সবাই? আসা করি
সকলেই ভালো আছেন। আমিও
আল্লাহর রহমতে ভালো আছি।
আজকের এই পর্বে আমি আপনাদের
জন্য নিয়ে আসলাম খুবই কাজের
একটি অ্যান্ড্রয়েডের এপস, যার
মাধ্যমে আপনারা অনায়াসে
যেকোনো এপসকে ইন্টারনেট
এক্সেস থেকে ব্লক করতে পারবেন।
এপসটির নাম NoRoot Firewall এবং
এর ভার্সন হলো v3.0.1
আমরা যারা
লিমিটেড ইন্টারনেট ব্যবহার করি,
তাদের জন্য এই এপসটি অত্যান্ত
গুরুত্বপূর্ন। এছাড়াও যাদের
অ্যান্ড্রয়েডে Root করা নেই,
তাদের জন্য এই এপসটি খুবই
কাজের। ইন্টারনেট এক্সেস ব্লক
করার জন্য প্লে স্টোরে অনেকগুলো
এপস রয়েছে, তবে সেগুলো ব্যবহার
করতে হলে আপনার অ্যান্ড্রয়েড
অবশ্বই রুট থাকতে হবে। তাই যাদের
রুট করা নেই তারা এই এপসটির
মাধ্যমে সকল সুবিধাগুলো পাবেন।তা
নিচে দেয়া হলো
রুট ছাড়াই এটি ব্যবহার করতে
পারবেন
যেকোনো এপস ইন্টারনেট এক্সেস
করতে চাইলে নোটিফিকেশন
দেখাবে এবং পেন্ডিং অবস্থায়
থাকবে
ব্লক করা এপসগুলো পরবর্তিতে
আনব্লক করে ইন্টারনেট এক্সেস
করাতে পারবেন নির্দিষ্ট নেটওয়ার্ক এর জন্য
এপসগুলোকে আলাদা ভাবে
সিলেক্ট করে রাখা যাবে
ব্যবহার বান্ধব এবং সহজ ইন্টারফেস | app টা play store পাওয়া যাবে।
চলুন active করা শিখে নেই।
ss follow করুন?
প্রথমে open করুন

তারপর আপনি যেসব app সব সময় use করেন সেগুলু
mark কিরে দিন বাকি সব cros করে দিন।

তার পর

এর পর

ok করুন

তারপর

এবার অনেকটাই কমে যাবে আপনার ইন্টারনেট খরচ
তবে আর দেরি কেন নামিয়ে ফেলুন app টি use করেই দেখুন। ভাল ভাল নতুন টিউন পেতে trickbd.com এর সাথেই থাকুন ✌



from Trickbd.com https://ift.tt/2znkwnj
إرسال تعليق (0)
أحدث أقدم