আসসালামু আলাইকুম
আমরা আপনারা এবং সবাই এই বর্তমান যুগে সাধারণত ইন্টারনেট আসক্ত।
আর ইন্টারনেটের ব্যবহার করেন তারা নিশ্চয়ই বুঝে থাকবে ভিন্ন সাইট আমাদের আনব্লক করতে ভিপিএন ইউজ করতে হবে।
আর ভিপিএন বর্তমানে ইউজ করতে গেলে দেখা যায় সর্বনিম্ন প্রায় 8 থেকে 10 এমবির অ্যাপ ব্যবহার করতে হয় এবং তাতে অসম্পূর্ণ সুবিধা ফ্রিতে পাওয়া যায় না।
এতে আপনার যা যা ক্ষতি হবে তা হল আপনার মেমোরি স্তরেজ অনেকক্ষণ সংগ্রামের উপর একটু চাপ পড়তে পারে ।
এছাড়া ক্ষতি গুলোর মধ্যে যে রয়েছে সেটা হলো প্রায় ডিসকানেক্ট হয়ে যায় মাঝে মাঝে গুরুত্বপূর্ণ সময়ে।
তো এই সব ঝামেলা এড়িয়ে আমরা আজকে শিখাবো কিভাবে কোন প্রকার অ্যাপ ছাড়াই ভিপিএন ইউজ করতে হয় মোবাইলের ডিফল্ট সিস্টেম দিয়ে।
তো আর দেরি না করে আমরা পোস্টে ফিরে আসি।
ভিপিএন ইউজ করার জন্য প্রয়োজন হয় কিছু সার্ভার , বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভার থাকে। প্রত্যেক সার্ভার রয়েছে নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড। এখন আপনি হয়তো ভাবছেন কীভাবে আমরা এই সার্ভারের নাম আর পাসওয়ার্ড পাবো।
আসলে প্রত্যেক দেশ থেকেই বেশ কিছু ফ্রি সার্ভার দেয়া হয় পাসওয়ার্ডসহ।
আপনার মনে আরও একটা প্রশ্ন জাগবে যে পাসওয়ার্ডসহ সার্ভারের নাম কোথায় পাবো?
উত্তর: আপনাকে কষ্ট করতে হবে না আপনি যেখানে পাবেন তার ঠিকানা ও আমি এনেছি।
http://www.vpnbook.com এখান থেকে আপনি ফ্রি সার্ভারের লিস্ট এবং পাসওয়ার্ড পাবেন।।।
তবু আমি দিয়ে দিলাম যেন আপনাদের ব্যাস্ততা আর ব্যাস্ততা কমাতে পারি।
তো এখন শুরু করা যাক কিভাবে ট্রিকটি কাজ লাগাবেন।
শুধু স্ক্রিনশট ফলো করুন তাই হবে।
ধন্যবাদ।
আজ এ পর্যন্তই।
এই পোষ্ট আমি তখন করেছি যখন আমি টিউনার হইনি , সো যদি আমি টিউনার হই, তো নেক্সট পোস্ট করব ইনশাল্লাহ।।
from Trickbd.com https://ift.tt/2CsZczu