ডেটা বন্ধ না করে ঘুমিয়ে পরেছেন এর পর সকালে উঠে দেখলেন এম্বি শেষ সে চিন্তা আর নয়, ডেটা বন্ধ হবে নিজে নিজে।

আমরা অনেকে আছি ফেবুতে চ্যাট করতে করতে ঘুমিয়ে যাই সকালে উঠে দেখি এম্বি শেষ,
তখন মনটা অনেক খারাপ হয়ে যায়।

সে সমস্যার সমাধান দিতেই আপনাদের মাঝে হাজির হলাম।

আজ আমি একটি এ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে এ্যাপটি নিদৃষ্ট টাইমে ডেটা বন্ধ করতে সহায়তা করবে।

শুধু মোবাইল ডেটা বন্ধ নয় চালো করতে ও সাহায্য করবে এই এ্যাপটি।
এ এ্যাপ দিয়ে আরও অনেক কিছু অন/অফ করা যায় যা আপনারা এ্যাপে ঢুকলেই বুঝতে পারবেন

তাই আর কথা না বাড়িয়ে দেখাচ্ছি কি ভাবে কাজ করবেন।

এ্যাপ ডাউনলোড করুন।

ডাউনলোড

আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দেয়া হল।

প্রথমে এ্যাপিটে ঢুকুন→

এ্যাড নিউ টাক্স ক্লিক করুন।

(ক) কোন সময় টাতে বন্ধ/চালু করতে চান সেটা ঠিক করুন।
(খ) সপ্তাহে কোন কোন বারে বন্ধ করতে চান সেটা ঠিক করুন।
(গ) এবার মোবাইল ডেটা বন্ধ কেরতে চাইলে এ্যাকশনে ক্লিক করুন।

মোবাইল ডেটা বন্ধ করতে চাইলে মোবাইল ডেটা অফ এ টিক দিন।

সব কিছু করার পর সেভ এ ক্লিক করুন।

কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন আমি এখানে নতুন যদি পোষ্ট এ কোন ভুল ত্রুটি থাকে তা হলে ধরিয়ে দিবেন।

সবাইকে ধন্যবাদ।



from Trickbd.com https://ift.tt/2Pn6ozJ
إرسال تعليق (0)
أحدث أقدم