যেভাবে আপনার ANDROID মোবাইলে DSLR QUALITY VIDEO তৈরি করবেন।

∆ আমরা যারা সাধারণ ইউজার আছি, অনেকেরই DSLR কেনার সমর্থন নেই এর ফলে আমরা ভালো মানের ভিডিও বানাতে পারিনা।

∆ কিন্তু viewer’s আজ আমি আপনাদের সাথে
দারুন একটি টপিক শেয়ার করবো আপনার
Android মোবাইলে কিভাবে DSLR Quality Video বানাতে পারবেন।

∆ চলুন শুরু করা যাক, এর জন্য আপনাকে
Extra সফ্টওয়্যার install করতে হবে এপ্সটির
নাম Open Camera গুগল প্লে স্টোরে পেয়ে
যাবেন এপ্লিকেশনটির logo দিয়েছি নিচে Size
মাত্র 2.3 MB
∆ Apps Install করে ওপেন করুন এবং এখানে কিছু Setting করতে হবে যেমন নিচে picture টি দেখুন।
∆ প্রথমে Apps এর সেটিং থেকে Scroll Down করে করে Photo and Video Settings থেকে Video Settings ক্লিক করুন।
∆ video settings এ কিছু অপশন পাবেন সেগুলো setting করে নিতে হবে।
1. Video Resolution,
আপনি মিনিমাম Full HD 1980×1080 করুন।
2. Video bitrate (approx)
এখানে 30Mbps করুন।
3. Video frame rate (approx)
এখানে 24 করুন।
4. Audio source,
• যদি আপনি অডিও টি মোবাইলের Default
Mic দিয়ে Record করতে চান তাহলে Camcorder সিলেক্ট করুন।
• আর যদি আপনি আলাদা Mic ব্যবহার করতে চান তাহলে External mic (if present) সিলেক্ট করুন।
∆ এখানে setting হয়ে গেলে Home পেজে
ফিরে আসুন এবার এখানে কিছু কথা বলব
Exposure Compensation একটি অপশন
রয়েছে যেটি আমরা Brightness বলে চিহ্নিত
সেটাকে আপনার ভিডিও অনুযায়ী Setup করে
Lock করে দিন এতে করে আমরা স্বাভাবিক ভাবে অনেক সময় ভিডিও করতে নড়াচড়া করি
সে জন্য ভিডিও টি সঠিক ভাবে Professional
হয়না তাই lock থাকলে ভিডিও বানাতে নড়া- চড়া হলেও আপনার ভিডিও Configuration টি ভালো হবে।
∆ এবার 3line এ ক্লিক করুন focus ঠিক করে
Lock করে দিন example focus ঠিক করতে
f চিহ্নতে করে ঠিক করে নিন এবং a অপশনে
ক্লিক করে অটো করে দিন এর ফলে আপনার
Camera focus অফ হবেনা এবং 3line থেকে
ইচ্ছা মত color সেট করে নিতে পারবেন।

আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন রূপে।

The post যেভাবে আপনার ANDROID মোবাইলে DSLR QUALITY VIDEO তৈরি করবেন। appeared first on Trickbd.com.



from Trickbd.com http://bit.ly/2HKbcQq
إرسال تعليق (0)
أحدث أقدم