ঘরে বসে নিজে তৈরি করুন মিনি ওয়াটার পাম্প।

আসসালামু ওয়ালাইকুম।

well come to Trickbd

কেমন আছেন সবাই।
আশা করি ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে
একটি ঘরে বসে মিনি পানির পাম্প মেশিন
তৈরি করবেন।
তো চলুন বিস্মিল্লাহ বলে পাম্পযন্ত্র তৈরির
কাজ শুরু করি।

যা যা লাগবেঃ
১.একটি মোটর।

২.৫টি বোতলের মুখ ২টা ছোট ৩টা বড়।

৩.১টি চুরি বা কাটার।

৪.১টি ইনজেকশনের সিরিজ এবং

৫.১ টি নল ঠিক ছবির মত।

৬.হট গ্লু

মিনি পাম্পযন্ত্র তৈরির জন্য উপাদান সংগ্রহ করলাম এখন চলুন কাজে লেগে পড়ি।
আমরা মিনি পাম্প মেশিন তৈরির কাজ ১২ ধাপে শেষ করব।
১.বড় বোতল মুখ  ১টা নি এবং মাঝখান
বরাবর ১টি ফুটো করি নি।


২.হট গ্লু দিয়ে বোতলের মুখ আর মোটর
নিচের ছবির মত লাগিয়ে দি।


৩.আরেকটি  বড় বোতল মুখটা ছবির মত করে কেটে নি।


৪.ছোট বোতলের মুখ ২টা নিচের ছবির মত করে কেটে নি।

৫.এখন  মাপ নি এবং কেটে নি ঠিক ছবির মতো।

৬.এরকম ৫-৬ টা টুকরো কাটা হয়ে গেলে এইবার নিচের মোটর এর পাখা বানিয়ে নি।



৭.এইবার নিচের মত করে বানানো পাখাটি   হট গ্লু দিয়ে মটরে লাগিয়ে দিয়।


৮.তারপর নিচের ছবির মত করে আরেকটি বোতলের মুখ নি ঠিক মোটরে লাগানো মুখ এর মত এবং ফুটো করে হট গ্লু দিয়ে নলটি লাগিয়ে দিয়।



৯.এরপর নিচের ছবির মত করে একটি বোতলের মুখের সাথে অন্যটি লাগিয়ে দিয় যাতে কোন ছিদ্র না থাকে।



১০.এইবার ইনজেকশনের সিরিজটা নিচে দেখানো ছবির মত কেটে নি।


১১.এখন জোড়া লাগানো মোটর আর নলির মুখের ওপর কাটা ইনজেকশন সিরিজেরর মাপ নিয়ে ছিদ্র করি যাতে পানি সহজে আসতে পারে।

১২. তারপর কাটা ইনজেকশন সিরিজটা ছিদ্র করা স্থানে হট গ্লু দিয়ে লাগাই।


ব্যস কাজ শেষ হয়ে গেল পাম্প মেশিন তৈরি।

কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করার সুযোগ করে দিবেন।
(খোদা হাফেজ)🇧🇩

The post ঘরে বসে নিজে তৈরি করুন মিনি ওয়াটার পাম্প। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2JbmLB9
إرسال تعليق (0)
أحدث أقدم