হায় বন্ধুরা কেমন আছেন আপনারা?
আশা করি আল্লাহুর রহমতে ভালোই আছেন?
আমিও ভালো আছি।
তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ট্রিক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।
আজকে যে বিয়ষ টি নিয়ে আলোচনা করবো হয়তো বা অনেকেই টাইটেল দেখে বুঝে গেছেন।
তো বন্ধুরা বেশী কথা না বলে চলুন কাজে নেমে পরি।
তো এই অ্যাপ টি দিয়ে আপনি খুব সহজে ফটো থেকে লেখা গুলো কে Text Word এ রুপান্তর কররে পারবেন।
আমাদের অনেক সময় এই অ্যাপ টি কাজে আসতে পারে।
তাই এই অ্যাপ টি আপনাদের মাঝে শেয়ার করলাম।
আর হে এই অ্যাপ টি দিয়ে আরো অনেক কিছুই করতে পারবেন।
তো চলুন কাজে নেমে পরি।
প্রথমে এখান থেকে অ্যাপ টি Install করুন?
তো অ্যাপ ট Install করার পর Open করুন??
তারপর নিচের মতো করে “+” Button এ ক্লিক করুন???
তো এখানে আপনি দুই ভাবে যেকোন ফটো থেকে লেখাতে রুপান্তর করতে পারবেন।
তো আমি ক্যামেরা দিয়ে এখনি ফটো তুলে দেখাবো কাজ হয় কিনা।
“Run Camera”তে ক্লিক করুন??
তারপর আপনি যে কোন বইয়ের পাতা কিংবা যেটা ফটো কে লেখাতে রুপান্তর করতে চান তারপর উপর থেকে নিচের মতো পিক তুলুন??
তারপর নিচের স্কিন সর্ট টি লক্ষ করুন??
এবার দেখুন Processing হচ্ছে।
এবার দেখুন ফটো থেকে লেখাতে রুপান্তর হয়েছে।
এইযে দেখুন
এই অ্যাপ টির আরো অনেক কাজ করা যায় যেগুলো আপনি নিজেই ব্যবহার করলেই বুঝতে পারবেন।
ধন্যনাদ পোস্টি পরার জন্য।
TrickBD এর সাথেই থাকুন।
The post যেকোন ফটোর লেখা কে Text এ Converted করুন মাত্র ১ ক্লিকে । দরকারি অ্যাপ সবাই দেখুন কাজে লাগতে পারে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2HiI5C0