হ্যালো ভিউয়ারস
সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই তো এমনি তো ভালো থাকে কারণ এখানে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক পাওয়া যায়।
তো অনেক বকবক করে ফেলেছি।
চলুন শুরু করা যাক।
আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করতে চলেছি যেখানে আপনার মোবাইলের যদি কোন সমস্যা থাকে তাহলে এই অ্যাপটি বলে দিবে চমৎকার একটা অ্যাপ।
আপনার ফোনে যত ফিচারস আছে সব গুলো বা মোবাইল ফুল টেষ্ট করতে পারবেন যে কোন সমস্যা আছে নাকি।
অ্যাপ সাইজ:২৪
তো কাজে চলে আসি।
প্রথমে অ্যাপসটি প্লেস্টর থেকে ডাউনলোড করে নিবে নিচে লিংক দেওয়া থাকবে ওকে।
অ্যাপসটি ওপেন করুন।
এমন কিছু ফিচারস আসবে যেটা খুশি সেটা টেস্ট করতে পারবেন।
এ গুলো খুব সহজে টেষ্ট করে দেখতে পারবেন।
তো চলুন একটা টেষ্ট করে দেখা যাক কোন সমস্যা আছে কি না।
আমি আপনাদের Sound টা টেষ্ট করে দেখাচ্ছি।
প্রথমে Sound এ ক্লিক করুন।
তারপর নিচে Speakar এ ক্লিক করুন।
এখন Start এ ক্লিক করুন।
তারা তিনটি নাম্বার বলবে সেটা শুনে রাখুন কাজে লাগবে।
এখন যে তিনটি নাম্বার বলে ছিলো এখানে তা দিন।
কিছুখন পর এমন দেখাবে যদি Good Jod লেখা আসে তাহলে বুঝবেন আপনার স্পিকার ঠিক আছে।
আর যদি অন্য কোন তা দেখায় তাহলে বুঝবেন সমস্যা আছে।
অ্যাপস ডাউনলোড লিংক এখানে
এভাবে আপনি আপনার সব কিছু টেষ্ট করে দেখতে পারেন ভালো আছে কি না।
এতোক্ষণ পোষ্টা পড়ার জন্য ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকুন ভালো থাকুন।
The post আপনার ফোনে যদি কোন সমস্যা থাকে তাহলে এই অ্যাপসটি সব বলে দিবে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2P6Q1Mf