….আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহ
আজ একটি Mx Player কিছু ফিচার নিয়ে হাজির হলাম।
কথা না বাড়িয়ে চলে যায় মূল পোষ্টে।
(ক)Mx Player এর Theme পরিবর্তনঃ
প্রথমে Settings এ যান List Tab এ যান
১ম এই আপনি Theme optioin টি পাবেন।
আপনার পছন্দমত Mx Player এর Theme পরিবর্তন করে নিন।
(খ)Mx Player এর মাধ্যমে ভিডিও Hide ও show করাঃ
কোন ভিডিও লুকিয়ে রাখার প্রয়োজন মনে করলে আপনি Mx Player এর মাধ্যমে ভিডিও Hide ও show করতে পারবেন
১। প্রথমে Settings এ যান তারপর List Tab এ যান একটু নিচে গিয়ে Show hidden files and folders অপসনটিতে টিক চিহ্ন দিন।
২। যে ভিডিও Hide করবেন, তা সিলেক্ট করুন, তারপর ভিডিওর পাশে Three dot এ চাপ দিয়ে ফাইলটি রিনেম অপসন এ যান। তারপর ভিডিও-র নামের প্রথমে কোন স্পেস ছাড়া শুরুমাত্র“.” চিহ্ন টি দিন। ওকে করুন।তারপর আবারও Settings এ যান তারপর List Tab এ যান একটু নিচে গিয়ে Show hidden files and folders অপসনটিতে “.” টিক চিহ্ন উঠিয়ে দিন, দেখুন তো ভিডিওটি দেখতে পান, কিনা।
ভিডিও টি দেখতে চাইলে একই প্রসেস এ গিয়ে Show hidden files and folders অপসনটিতে “.” টিক চিহ্ন দিন। তারপর রিনেম এ গিয়ে যে ভিডিও Hide করেছেন তার নামের আগে “.” টি উঠিয়ে দিন। তারপর Show hidden files and folders অপসনটিতে “.” টিক চিহ্ন উঠিয়ে দিন।
(গ) ভিডিও –র ডিলিট অপসনটি উঠিয়ে দিন
১। প্রথমে Settings এ যান General এ যান, একটু নিচে Allow editing অপসনটি টিক চিহ্ন উঠিয়ে দিন। এখন রিফ্রেশ করে দেখুন তো ভিডিও ডিলিট করতে পারেন কিনা।
(ঘ) ভিডিও-র চলতে চলতে একবার Back batton এ চাপ পড়লেই ভিডিও চলে যাওয়া বদ্ধ করুনঃ
১। প্রথমে Settings এ গিয়ে Player এ যান। তারপর Double-tap the back button এ টিক চিহ্ন দিন।
(ঙ)Mx Player দিয়ে মুভির সাব টাইটেল খুজুনঃ
যে মুভির সাব টাইটেল খুজবেন, সেটি Play করুন। উপরের Three dot এ চাপ দিয়ে subtitle এ যান। তারপর online subtitle এ গিয়ে Search করুন। Get subtitles online নামে একটি পপ আপ মেনু পাবেন।ওকে দিন। যদি আপনি নিজের ইচ্ছামত subtitles এর নাম চুজ করতে চান, (বাংলা) তাহলে enter your search text বক্স টিতে টিক চিহ্ন দিন। এখানে মুভির নামের শেষে শুধু Bangla লিখুন দেখুন। অনেক subtitles পাবেন।
(চ)Dauble tap(Play/Pause):
ভিডিওকে Dauble tap করে Play/Pause করতে Settinga তারপর Plyer তারপর Control তারপর Gstures এর ভিতরে Dauble tap(Play/Pause) টিক চিহ্ন দিন।
(ছ) সাউন্ড বাড়িয়ে নিনঃ
কোন ভিডিও সাউন্ড প্রায় সময় ১৫ পরযন্ত বাড়াতে পারেন। কিন্তু আপনি সাউন্ড দুইগুন বাড়াতে পারেন। ভিডিও টি ওপেন করুন। ভিডিওর উপরে HW এ প্রেস করুন, তাহলে তিনটি অপসন পাবেন। তার মধ্যে নিচের টা SW প্রেস করুন। দেখুন সাউন্ড বাড়িয়ে গেছে।
(জ) ভিডিও Title/ Status/Player time/ Resolution/Length/Size/Date/Type অনুযায়ী সাজিয়ে নিনঃ
Mx Player এ ঢুকুন।থ্রি ডটে প্রেস করুন। তারপর View এর পর Files বক্সে প্রেস করুন।এখন আবার একই প্রসেসে View তে গিয়ে Sort by এ প্রেস করুন। দেখুন আপনার পছন্দমত Title/ Status/Player time/ Resolution/Length/Size/Date/Type অনুযায়ী ভিডিও সাজিয়ে রাখুন।
(ঝ) Settings এ পছন্দমত না হলে Reset করুনঃ
Mx Player এ ঢুকুন।থ্রি ডটে প্রেস করুন।তারপর Settings এ গিয়ে General এ যান, দেখুন Reset Settings পাবেন, সেটাতে প্রেস করুন।
আরো অনেক Settings পাবেন, একটু দেখলে পাবেন। কোন কিছু সমস্যা হলে তো Reset Settings আছেই। চিন্তা কি?? জানার প্রয়োজন হলে আমাকে নক করুন?
আল্লাহ হাফেজ ভাই
The post Best android player Mx Player এর অসাধারণ কিছু Features, যা আপনি জানতেন না!!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2nwTKp6