ইউটিউব End screen টেমপ্লেট প্রোফেশনাল ভাবে তৈরি করুন আপনার Android দিয়ে খুব সহজেই

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহর জন্য ।
যিনি আমাদের কে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন।

বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব ।
সেটা শুধু মাত্র নতুন ইউটিউবার দের জন্য।

সেটা হলো ইউটিউব END SCREEN টেমপ্লেট নিয়ে। আপনি অনেক ইউটিউবার এর ভিডিও শেষে এটি দেখে থাকবেন যে দুটি বা তিনটি ভিডিও এবং সাবস্ক্রাইব আইকন দেখাচ্ছে।এতে কি হয় পুরনো ভিডিও view হয় এবং সাবস্ক্রাইব সংখ্যা বেড়ে যায় এবং এটা primium মনে হয়।

👉তো আমি আপনাদের আজ কে দেখাবো কিভাবে আপনি আপনার Android ফোন দিয়ে খুব সহজেই animation এর মতো প্রোফেশনাল END SCREEN টেমপ্লেট তৈরি করবেন।

তো FRIEND’S যারা নতুন আছেন তাদের জন্য।আর যে ফ্রেন্ডস রা এক্সপার্ট তারা এখনই skip করে দিন।
যারা নতুন তারা সম্পূর্ণ দেখুন।
বুঝতে না পারলে নিচে ভিডিও দিব ইচ্ছা হলে দেখতে পারেন।

End screen template তৈরির জন্য আপনার প্রথম যেই app দরকার তা Kinemaster (no watermark)
কাইনমাস্টার অ্যাপ টি ডাউনলোড করতে হবে যেটাতে ওয়াটারমার্ক থাকবে না বন্ধুরা app কোথায় পাবেন আমি নিচে কাইনমাস্টার অ্যাপ এর Google ড্রাইভ লিন্ক দিয়ে দিবসেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন।

KINEMASTER APP
KINEMASTER Download

অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে

অ্যাপটি ওপেন করে আপনাকে EMPTY PROJECT এ ক্লিক করতে হবে।

ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন।


ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ইচ্ছা মত কালার অথবা

NOCOPYRIGHT ব্যাকগ্ৰাউন্ড ফটো নিন।

এখন ভিডিও দৈর্ঘ্য ২২-২৩ সেকেন্ড করে নিন।

মনে রাখবেন সবগুলো লেয়ার length কিন্তু ২২-২৩ সেকেন্ডের ই হতে হবে।

ব্যাকগ্রাউন্ডে তো আপনার না হয়ে গেছে এখন আপনাকে এখন আপনাকে ক্লিক করতে হবে Layer এ ।


layer থেকে overlay বেছে নিন।


ওভার লে থেকে firey borders এবং firey shape বেছে নিন।

যদি তা না থাকে তাহলে আপনাকে সেটাGet more থেকে ডাউনলোড করে নিতে হবে।

ডাউনলোড করা হয়ে গেলে ফায়ারি বর্ডার এ ক্লিক করে আপনাদের পছন্দ অনুযায়ী ফায়ারিং বর্ডার নিতে হবে এবং সেটা আপনার ইচ্ছা মত যেভাবে আপনি সেট করবেন সেভাবে নির্দিষ্ট সাইজ করে নিন ।


সাইজ করে নেওয়ার পরে সেটাকে এখন ডুবলিকেট করুন ডুপ্লিকেট করা হয়ে গেলে এটা আপনার ইচ্ছামত বসিয়ে নিন।

এখন আপনার সাবস্ক্রাইব আইকনের জন্য Firey Shapes নিতে হবে এবং ইচ্ছামত বসিয়ে নিন ।


এখন Text এ ক্লিক করে সাবস্ক্রাইব নাউ আইকন আপনি নিচের দেখানো ছবির মত লেখাকে সুন্দর কালার এবং ডিজাইন করে বসিয়ে দিন।



এছাড়া social media এর লিঙ্ক ও ছবি png বসাতে পারেন।

👉এখন কিভাবে ভিডিও টি save করবেন।
Save করতে শেয়ার আইকনে চাপ দিন


ফাইল কোয়ালিটি বেছে নিন ।✔

ভিডিও টি Save হয়ে যাবে ।

আর আপনি সেই ভিডিও আপনার ভিডিও এর শেষে যুক্ত করে primium ভিডিও তৈরি করতে পারেন।

যদিও ও মানুষ মাত্রই ভুল পোস্টটি তে ভুল হয়ে থাকলে অথবা বিস্তারিত জানতে ও বুঝতে ভিডিও টি দেখতে পারেন।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে
আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সমস্ত credit ট্রিকবিডিকে দিন।
আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।

The post ইউটিউব End screen টেমপ্লেট প্রোফেশনাল ভাবে তৈরি করুন আপনার Android দিয়ে খুব সহজেই appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2mSEsdL
إرسال تعليق (0)
أحدث أقدم