Java ফোন দিয়ে ১ ক্লিক এ সকল ফ্রেন্ড Accept/Unfriend করে দিন । [সাথে থাকছে অটো লাইক নেওয়ার ট্রিক]

প্রথমে আমার সালাম গ্রহণ করবেন ।
আমি আজ যে বিষয়ে লিখছি সেটা কারোই অজানা নেই । তবে আজ আমি “জাভা” ইউজারদের জন্য লিখছি ।

পোস্টের বিষয়ঃ


আমি আমি দেখাবো কিভাবে আপনি আপনার জাভা ফোন থেকে আপনার ফেসবুকের All Friend Request একসাথে Confirm করবেন ।

চলুন শুরু করিঃ


এই কাজ টি করতে আমাদের একটি Opera Mini লাগবে ।
যাদের নেই তারা নিচের অপেরা টি ডাউনলোড করে নিন ।

Opera Info ::


App Name : Bangla Writeable Opera Mini
Size : 515 K.B.
Link : DOWNLOAD NOWInstall হলে Open করুন ।
[কিভাবে অপেরা চালু করবেন এটা সবাই জানেন]
এবার কাজের কথায় আসি ।

আগে আমরা কিছু সেটিং করে নিব । নিচের S.S দেখুন ।


এবার নিচের টা দেখুন ।

Always এ দিন এবং Direct Input Text মার্ক করে “সেভ” করে দিন ।
ব্যাস এই কাজের জন্য এই টুকু হলেই চলবে , বাকি গুলো আপনার ইচ্ছাতেই করে নিবেন ।

মৃল কাজ এ আসিঃ


কাজ করার আগে Browser Desktop Mode করে নিবেন ।
প্রথমে নিচের লিংক এ যান । LikerBD.Com এই সাইটে যান
এবার একটু নিচে আসলে Login With Facebook নামে একটা অপশন পাবেন । সেখানে যান এবার একটু নিচে আসলে নিচের মত পাবেন ।
উপরের প্রথম বক্সে আপনার ফেসবুকের Email Or Phone Number দিন । তার আগে দেখুন Password Box এ App Password দিতে বলছে । উপরের Click Here থেকে ফেসবুকে গিয়ে একটা App তৈরি করে নিবেন । [এটা আপনারা সহজেই পারবেন তাই দেখালাম না]

Password Box এ App Password দিয়ে Request For Access Token এ ক্লিক করুন ।
নিচের মত আসবে ।

উপরের ফাইল টি ডাউনলোড করে নিন ।
এবার সেখান থেকেই File Manager এ যান ।
এবার যে ফোল্ডার এ ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডার এ গিয়ে ফাইল টি খুজে বের করে নিচের S.S অনুযায়ী কাজ করুন ।

মাঝখানের বাটনে ক্লিক করলে একটা বক্সে কোড আসবে । সেখান থেকে নিচের মত টোকেন টা কেটে নিন ।

টোকেন নিয়া হলে আবার সেই সাইটে যান ।
আবার একই ভাবে > Login With Facebook> এবার একদম নিচে আসুন । নিচের মত পাবেন ।

প্রথম বক্সে ক্যাপচা টা পূরণ করুন এবং ২য় বক্সে আপনার কপিকৃত টোকেন টি দিয়ে Login এ ক্লিক করুন ।[ক্যাপচা ভুল হলে আবার ট্রাই করবেন]
আপনাকে নিচের মত একটা পেজ এ আনবে ।

যদি উপরের মত আসে তাহলে বুঝবেন Login হয়েছে ।
এখন Enter Address থেকে আবার আগের সাইটে যান ।

এবার আগের সাইটে যান ।

দেখুন আমার লগিন হয়েছে ।
এবার নিচের আসুন , দেখুন লেখা আছে Accept All Friend Request

ওটাতে ক্লিক করুন । [আপনারা যদি Unfriend All Friend করে দেন তাহলে আপনার আইডির সকল ফ্রেন্ড Unfriend হয়ে যাবে ]
নিচের মত আসবে ।

Load Friend এ ক্লিক করুন । নিচের মত আসবে ।

দেখুন ওখানে আমার 84 টা ফ্রেন্ড আছে । আমার আইডির পিক দেখুনঃ

এবার
Confirm All এ ক্লিক করুন । তাহলে নিচের মত আসবে ।

দেখুন সকল ফ্রেন্ড রিকুয়েস্ট Accept হয়ে গেছে । [আপনারা বলতে পারেন S.S এ একটা দেখাচ্ছে কেন ? আসলে Newtork Problem হওয়ার কারণে আগেই টিপ এ লোড হয়নি পরে Refresh করে দেখি সব Confirm হয়ে গেছে ]
*
*
##আপনারা চাইলে অটো লাইক নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না বাট Bot Like , Comment চালু করবেন না এতে আইডির সমস্যা হতে পারে ।

## আজ এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন আর ভালো না লাগলে একটা রিপোট দিয়ে যান ।

Contact Info


Name : Nazmul Huda
Age : 17 Running
Fb : Nazmul.Huda.9005
Phone: 017280*****

খোদা হাফেজ…

The post Java ফোন দিয়ে ১ ক্লিক এ সকল ফ্রেন্ড Accept/Unfriend করে দিন । [সাথে থাকছে অটো লাইক নেওয়ার ট্রিক] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/32vzu6g
إرسال تعليق (0)
أحدث أقدم