খুব সহজেই আনলিমিটেড Twitter এক্যাউন্ট খুলুন,সাথে থাকছে ভেরিফাইয়ের জন্য আনলিমিটেড জিমেইল।

#TrickBDCompetition

আসসালামু অলাইকুম,

কেমন আছেন সবাই। আশা করি TrickBD এর সাথে ভালই আছেন।

তো আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে আনলিমিটেড টুইটার এক্যাউন্ট করবেন।আমাদের বিভিন্ন সাইটে টুইটার এক্যাউন্টের প্রয়োজন হয়।যেমনঃযারা লাইকফরলাইক সাইটে কয়েন ইনকাম করেন,তাদের বেশী কয়েন ইনকামের জন্য টুইটার এক্যাউন্ট প্রয়োজন হয়,আবার টেলিগ্রামের বিভিন্ন এয়ারড্রপেও টুইটার এর প্রয়োজন হয়।শুধু টুইটার এক্যাউন্ট নয়,সাথে দেখাবো কিভাবে নিউ নিউ আনলিমিটেড জিমেইল ব্যবহার করবেন।তো চলুন আর কথা না বাড়িয়ে মূল পোস্টে যায়।

প্রথমে এই লিংকে ডুকে দেখবেন একটি জিমেইল আছে।আপনি চাইলে এই জিমেইল টি ডিলিট করে নিউ জিমেইল ব্যবহার করতে পারেন।তো ডিলিট করার জন্য ডিলিটের আইকনে ক্লিক করলে নতুন জিমেইল আসবে।

এভাবে একটা জিমেইল এর কাজ শেষ হলে,জিমেইল ডিলেট করে নিউ জিমেইল দিয়ে টুইটার এক্যাউন্ট ভেরিভাই করবেন।তো আমি একটা জিমেইল দিয়ে একটি টুইটার এক্যাউন্ট তৈরি করে দেখায়।প্রথমে টেম্পমেইল সাইটে ডুকে একটা জিমেইল কপি করে নিন।

 কপি করার পর টুইটারের অফিশিয়াল সাইটে চলে যান।তারপর Sign up এ ক্লিক করুন।

তারপর Name অপশেনে যেকোনো একটি নাম দিন।নামের সাথে নাম্বার যোগ করতে পারেন,যেমনঃSaddam87875 ।তারপর use email instead এ ক্লিক করুন।

তারপর আপনার কপি করা মেইলটি বসিয়ে Next বাটনে ক্লিক করুন।

সবগুলোতে রাইট এ ক্লিক করে Next এ ক্লিক করুন।

এবার Sign Up এ ক্লিক করুন।

এবার আপনার টেম্পমেইলে একটা কোড যাবে।

টেম্পমেইল সাইটটিতে গিয়ে আপনার টুইটারের ভেরিফিকেশন কোডটি কপি করুন।

কোডটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

এবার একটি পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করুন।

এখন আপনি যদি আপনার টুইটার এক্যাউন্টের কোনো ছবি দিতে চান,তাহলে মাঝখানে প্লাস বাটনে ক্লিক করে প্রোফাইল পিক আপলোড দিতে পারেন।আর প্রোফাইল পিক না দিলে  Skip for now তে ক্লিক করুন।

আপনি চাইলে এখানে আপনার সম্মপর্কে যেকোনো কিছু লিখতে পারেন।না লিখলে Skip for now এ ক্লিক করুন।

এর পরের অপশেনে নেক্সট এ ক্লিক করুন।

আবার Next এ ক্লিক করুন।

এখানে যেকোনো একটি বাটনে ক্লিক করলে হবে।

এবার দেখুন আপনার একটি জিমেইল ভেরিফাইড টুইটার এক্যাউন্ট হয়ে গিয়েছে।

আরো টুইটার এক্যাউন্টের জন্য লগ আউট করে,আবার টেম্প মেইল থেকে নতুন মেইল দিয়ে ভেরিফাই করে নতুন এক্যাউন্ট তৈরি করতে পারবেন।এভাবে আনলিমিটেড টুইটার এক্যাউন্ট করতে পারবেন।

তো এই ছিল আজকের পোস্ট।পোস্টটা ভালো লাগলে একটি লাইক কি পেতে পারি।পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়।আজ এই পর্যন্ত।

আল্লাহ হাফেজ

The post খুব সহজেই আনলিমিটেড Twitter এক্যাউন্ট খুলুন,সাথে থাকছে ভেরিফাইয়ের জন্য আনলিমিটেড জিমেইল। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2o3PHka
إرسال تعليق (0)
أحدث أقدم