আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
#TrickBDCompetition
মহান আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন।মহান আল্লাহ আমাদের জন্য এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন।
আমাদের খাবার জন্য দিয়েছেন ফল মূল।যাতে একাত্র বোধ না করি তার জন্য দিয়েছেন পরিবার।আমাদের দিয়েছেন বিচার বিনেচনা করার শক্তি।যাতে করে আমরা ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে পারি।যাতে করে আমরা ভুল এবং সঠিকের মধ্যে তফাত করে নিজের জীবনের সফল হতে পারি।আল্লাহ আমাদের আরো অনেক ধরনের শক্তি দিয়েছেন যা দ্বারা আমরা সহজেয় জীবনে সফল হতে পারি।আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য।
পবিত্র কুরাআনে আল্লাহ বলেছেন,
আমি মানুষ ও জ্বীনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য।
এই পৃথিবী হলো আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র।আমরা এখানে যা কিছু করবো আমরা আখিরাতে তার ফল ভোগ করবো।
আল্লাহ আমাদের নানা সময় নানা ভাবে পরীক্ষা করে থাকেন।এসব পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ঈমানী শক্তি যাচাই করে থাকেন।
আল্লাহ পবিত্র আল-কুরআনে বলেছেনঃ
জীবনে চলার পথে সকল বাধা বিপত্তি কাটিয়ে সফল হওয়ার কুরানের বাণী |
তায় আমাদের প্রত্যেক পরীক্ষাকে নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা মোকাবেলা করতে হবে।
আর সর্ব ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য পার্থনা করতে হবে।মনে রাখতে হবে আল্লাহ ধৈর্যশীলদের ভালো বাসেন।
জীবনের সকল পরীক্ষা সহজে সফল হতে কুরআনে বর্ণিত কিছু আয়াত দেয়া হলোঃ
হতাশ হয়ো না। উঠো! সিজদাহ করো এবং কাঁদো!” –সূরা ইউসুফ : ৮৬
আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।”
–সূরা ত্বলাক : ৭
নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।”
–সূরা ইনশিরাহ : ৬
আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।”
–সূরা ইউসুফ : ৮৬
জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।”
–সূরা বাক্বারা : ২১৪
একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।”
–সূরা ইউসুফ : ৮৭
আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না।”
–সূরা বাক্বারা : ২৮৬
এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।”
–সূরা বাক্বারা : ১৫৫
হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।”
–সূরা বাক্বারা : ১৫৩
“হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।”
–সূরা মারইয়াম : ৪
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন–
“মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক! তার প্রতিটা অবস্থাই তার জন্য কল্যাণ বয়ে আনে। আর এটা কেবল মুমিনের জন্যই নির্ধারিত, অন্য কারো জন্য নয়। মুমিনের কাছে সুখের কিছু এলে শুকরিয়া আদায় করে। এটা তার জন্য মঙ্গলময় হয়। অনুরূপভাবে যখন কোনো দুঃখ তাকে স্পর্শ করে, তখন সে ধৈর্যধারন করে। আর এটাও তার জন্য মঙ্গলময় হয়।”
–সহীহ মুসলিম : ২৯৯৯
অতএব, কোনো হতাশা আমার জন্য নয়।
‘আলহামদুলিল্লাহি আ’লা কুল্লি হাল।’ (আমি সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করি।)
আল্লাহ আমাদের সঠিক জানার ও বোঝার তৌফিক দান করুন আমিন।
কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি জানি না ভুল হলে ছোট ভাই হিসেবে শুধরে দিবে।
কোন আয়াতে ভুল থাকলে অব্যশ্যয় জানাবেন
নিয়মিত ইসলামিক পোষ্ট পেতে ভিজিট করুনঃ
ফেসবুক : Mission Peace
প্রথম প্রকাশিত হয়েছেঃPeace Dairy
The post জীবনে চলার পথে সকল বাধা বিপত্তি কাটিয়ে সফল হওয়ার কুরানের বাণী appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2orepv1