Fiverr এ কিভাবে Gig তৈরী করবেন,পার্ট-২

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন,আসা করি ভালো।

আমি আমার আগের পোস্টে দেখিয়েছি কি করে খুব সহজে Fiverr অ্যাকাউন্ট করবেন।আজকে দেখাবো কি করে Fiverr Gig তৈরি করবেন।আসলে সত্যি কথা বলতে আপনি যে Fiverr এ কাজ পাবেন এবং কাজ করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার Fiverr Gig এর ওপর।আপনার Fiverr Gig যদি ভালো হয় তাহলে আপনার Fiverr এ বেশি বেশি কাজ পাওয়ার সম্বাবনা থাকে।আপনার Gig দেখে বাইয়ার আপনাকে কাজ দিবে।তাই Fiverr Gig নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।তাই আজকে এই পোস্ট নিয়ে হাজির হয়েছি তো চলুন দেখাই কি করে Fiverr Gig তৈরি করবেন।১ম এ আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেটা বেছে নিবেন।ধরুন আমি Graphics Design এর Logo Design নিয়ে কাজ করতে চাই।তো আমি Fiverr থেকে যে Logo Design ভালো পারে যার Fiverr এর প্রোফাইল সবার ওপরে এবং রিভিও এবং রেটিং ভালো তার প্রোফাইল সিলেক্ট করে নিন।

ওনার মতো করে আপনার Fiverr Gig তৈরি করবেন।ওনার Fiverr Gig দেখে আপনার Gig সাজাবেন সম্পূর্ণ এক দিবেন না কিছু আলাদা দিবেন।তারপর আপনার Fiverr এ লগইন করে প্রোফাইল এ গিয়ে Create A New Gig এ ক্লিক করুন।

তারপর Gig Title,Category,Gig Metadata,Search Tags  দিয়ে Save & Continue তে ক্লিক করুন।

তারপর Packages,Gig Extras ভালোভাবে দিয়ে Save & Continue তে ক্লিক করুন।

তারপর আপনার Gig Description দিয়ে Save & Continue তে ক্লিক করুন।

কি দেখে আপনাকে বাইয়ার কাজ দিবে সে সম্পর্কে কিছু লিখে Save & Continue তে ক্লিক করুন।

তারপর আপনার Gig এর Photos,Video,Pdf দিয়ে Save & Continue তে ক্লিক করুন।

তারপর Publish Gig এ ক্লিক করুন,আপনার Gig তৈরি হয়ে যাবে।

Fiverr Gig টা যতো পারবেন ভালো এবং সুন্দরভাবে তৈরি করবেন তাহলে বেশি বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে।সবাই ভালো থাকবেন পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে,আল্লাহ হাফেজ।

The post Fiverr এ কিভাবে Gig তৈরী করবেন,পার্ট-২ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2nH61rp
إرسال تعليق (0)
أحدث أقدم